For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রীর উপস্থিতিতে বৌদ্ধ ধর্মে দীক্ষিত প্রায় ১০ হাজার! ভিডিও নিয়ে 'দ্বিচারি' আপের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি

মন্ত্রীর উপস্থিতিতে বৌদ্ধ ধর্মে দীক্ষিত প্রায় ১০ হাজার! ভিডিও নিয়ে 'দ্বিচারি' আপের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি

  • |
Google Oneindia Bengali News

বুধবার দিল্লির আম্বেদকর ভবনে দশেরা উপলক্ষে প্রায় ১০ হাজার মানুষ বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। বৌদ্ধধর্মাবলম্বীরা দশেরা কিংবা বিজয়া দশমীকে অশোক বিজয়াদশমী হিসেবেও পালন করে থাকে। এই পর্যন্ত বিষয়টি ঠিক থাকলেও এর পরেই শুরু হয়েছে বিতর্ক। এই ধর্মান্তর অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন দিল্লির আপ নেতা তথা মন্ত্রী রাজেন্দ্রপাল গৌতম। যা নিয়ে পাল্টা আক্রমণে সামিল হয়েছে বিজেপি।

অনুষ্ঠানের আয়োজক যাঁরা

অনুষ্ঠানের আয়োজক যাঁরা

ধর্মান্তর অনুষ্ঠানের আয়োজক হিসেবে যাঁদের নাম উঠে এসেছে, তাঁরা হলেন দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী তথা আপ নেতা রাজেন্দ্রপাল গৌতম, ভারতীয় বুদ্ধ মহাসভা এবং বুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়া। এই অনুষ্ঠানে অনেক বৌদ্ধ সন্যাসী ছাড়াও যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন, বি আর আম্বেদকরের প্রপৌত্র রাজরত্ন আম্বেদকর। তিনি বুদ্ধিস্ট সোসাইটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্টও বটে।

মিশন জয় ভীম

দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী তথা আপ নেতা রাজেন্দ্রপাল গৌতম মিশন জয় ভীমের প্রতিষ্ঠাতা। তিনি সেই অনুষ্ঠানের ছবি টুইটারে শেয়ার করেছেন। তিনি ওই অনুষ্ঠানকে বুদ্ধের গিকে মিশন জয় ভীম বলে বর্ণনা করেছেন। টুইটারের তিনি বলেছেন, অশোকা বিজয়াদশমীতে মিশন জয় ভীমে ১০ হাজারের বেশি মানুষ গৌতম বুদ্ধের বর্ণমুক্ত এবং অস্পৃশ্য ভারত গড়ার শপথ নিয়েছেন।

সোশ্যাল মিডিয়া ছবি-মন্তব্যে বিতর্ক

সোশ্যাল মিডিয়া ছবি-মন্তব্যে বিতর্ক

বুধবারের সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সেখানে করা মন্তব্যে বিতর্কও তৈরি হয়েছে। সেখানে বিন্দু দেব-দেবীর পুজো না করার কিংবা হিন্দু আচার-অনুষ্ঠান না করার শপথ নিতে আহ্বান করা হয়েছে।

আপের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ বিজেপির

বিজেপির তরফে বিষয়টি নিয়ে আপের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনা হয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে, যে যে রাজ্যে নির্বাচন হয়, সেই সেই জায়গায় অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের নেতা-কর্মীরা জয় শ্রীরাম এবং জয় শ্রীকৃষ্ণ স্লোগান দেন। কিন্তু ক্ষমতায় থাকা মন্ত্রী দেবতাদের অপমান করছেন। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা আপকে হিন্দু বিরোধী বলেও আক্রমণ করেছেন।

মন্ত্রীকে বরখাস্তের দাবি

মন্ত্রীকে বরখাস্তের দাবি

বিজেপির তরফে আপ নেতা তথা ধর্মান্তর অনুষ্ঠানের অন্যতম আয়োজক রাজেন্দ্রপাল গৌতমকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি করা হয়েছে। পাশাপাশি আপের ধর্মনিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, বুধবারের ঘটনা হিন্দু ও বৌদ্ধ ধর্মের আপমান। আপের মন্ত্রী দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছেন।
অন্যদিকে আপ নেতা রাজেন্দ্রপাল গৌতম দাবি করেছেন ওই অনুষ্ঠানটি আয়োজক ছিল ভারতীয় বৌদ্ধ সমাজ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি মন্ত্রী হিসেবে সব ধর্মকে সম্মান করার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি বৌদ্ধ ধর্মকে মেনে চলেন বলেও জানিয়েছেন। বিজেপির অভিযোগ সম্পর্কে তিনি পাল্টা বিজেপি দেশবিরোধী বলে বর্ণনা করেথেন। তিনি বলেছেন, সংবিধান যে কোনও ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। বিজেপি আপকে ভয় পায় বলেও মন্তব্য করেছেন তিনি।

ছবি সৌ:টুইটার

'নিঃসঙ্গ'ই থাকল এবার বিজেপির মণ্ডপ! EZCC-তে দেখাই গেল না একাধিক সাংসদ-বিধায়ককে 'নিঃসঙ্গ'ই থাকল এবার বিজেপির মণ্ডপ! EZCC-তে দেখাই গেল না একাধিক সাংসদ-বিধায়ককে

English summary
BJP targets AAP for conversion of 10 thousands people to Buddhism in presence of their minister in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X