For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ কাশ্মীরে গেরুয়া ঝড়! জায়গা বিশেষে টক্কর রাহুলের দলেরও, জেনে নিন বিস্তারিত

জঙ্গি অধ্যুষিত দক্ষিণ কাশ্মীরে গেরুয়া ঝড়। চারটি জেলায় ১৩২ টি ওয়ার্ডের মধ্যে ৫৩ টিতে জয় পেয়েছে বিজেপি। এমাসে চার দফায় সেখানে নির্বাচন হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

জঙ্গি অধ্যুষিত দক্ষিণ কাশ্মীরে গেরুয়া ঝড়। চারটি জেলায় ১৩২ টি ওয়ার্ডের মধ্যে ৫৩ টিতে জয় পেয়েছে বিজেপি। এমাসে চার দফায় সেখানে নির্বাচন হয়েছিল। এই ফলে অনন্তনাগ, কুলগাঁও, পুলওয়ামা এবং সোপিয়ানের অনন্ত ২০ টি পুরসভার দখল যাচ্ছে বিজেপির হাতে।

দক্ষিণ কাশ্মীরে গেরুয়া ঝড়! জায়গা বিশেষে টক্কর রাহুলের দলেরও, জেনে নিন বিস্তারিত

দক্ষিণ কাশ্মীরের ৯৪ টি আসনের ফল ঘোষণা হয়েছে। যার মধ্যে কংগ্রেস পেয়েছে ২৮ টি আসন। এই ফলের নিরিখে কংগ্রেসের দখলে যাবে অনন্ত ৩ টি পুরসভা।

সোপিয়ানে বিজেপি ভাল ফল করেছে। সেখানে ১২ টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তারা। এই জেলায় ৫ টি ওয়ার্ডে কোনও মনোনয়ন জমা পড়েনি। দেভসার পুর এলাকায় বিজেপির জিতেছে আটটির সবকটিতেই। কাজিগুণ্ডে বিজেপি গরিষ্ঠতা পেয়েছে। সেখানে সাতটি আসনের মধ্যে দল জয় পেয়েছে চারটিতে। তিনটি ওয়ার্ডে কোনও প্রার্থীই ছিল না। পহেলগাঁওতে ১৩ টি আসনের মধ্যে সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি। বাকি ছটি আসনে কোনও প্রার্থীই ছিল না।

দরু পুর এলাকায় কংগ্রেসের ফল খুবই ভাল। জম্মু কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি জিএ মীরের এলাকা এটি। ১৭ টি আসনের মধ্যে ১৪ টিতে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপি জয় পেয়েছে দুটি আসনে। বাকি একটি আসন ফাঁকাই রয়ে গিয়েছে।

কোকেরনাগ পুর এলাকায়ও জয় পেয়েছে কংগ্রেস। আটটি আসনের মধ্যে ছটিতে জয়ী হয়েছে তারা। ইয়ারিপোরায় কংগ্রেস জয়ী হয়েছে তিনটি আসনে। বাকি তিনটি আসনে কোনও প্রার্থী না থাকায়, তা ফাঁকাই রয়ে গিয়েছে। নির্দলীয়রা ১৩ আসন দখল করেছে।

কিস্তওয়ারে এখনও পর্যন্ত দশটি আসনের পল ঘোষণা হয়েছে। এরমধ্যে নির্দলীয়রা নটি এবং কংগ্রেস ১ টি আসন দখল করেছে। ভদেরওয়া পুর এলাকায় কংগ্রেস জয়ী হয়েছে ছটি আসনে। বিজেপি তিনটি এবং নির্দলীয়রা চারটি আসনে জয়ী হয়েছে। কাঠুয়া ও হীরানগরে বিজেপি ১৩ টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস পেয়েছে আটটি এবং নির্দলীয়রা পেয়েছে সাতটি আসন। বানিহালের সাতটি আসনের সবকটিতেই জয়ী হয়েছে কংগ্রেস।

উপত্যকায় জয়ী প্রার্থীর ভোটের ফারাক খুবই কম। কোন কোনও ক্ষেত্রে জয়ের ব্যবধান ৩ থেকে ১০ ভোট মাত্র।

গান্ডেরবালে ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৩ টিতে জয়ী হয়েছে নির্দলীয়রা। কংগ্রেস ও বিজেপি পেয়েছে দুটি করে আসন। উরিতে ১৩ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ছটি আসন, বাকি সাতটি পেয়েছে নির্দলীয়রা। অনন্তনাগে বিজেপি সাতটি আসনে জয়ী হয়েছে।

তবে জম্মু ও কাশ্মীরের লাদাখ এলাকার নির্বাচনে বিজেপি খাতা খুলতে পারেনি। এই এলাকায় ২৬ টি ওয়ার্ডের মধ্যে লে পুর এলাকায় ১৩ টি আসন দখল করেছে কংগ্রেস। পার্শ্ববর্তী কার্গিলে ৫ টি ওয়ার্ডে জয় পেয়েছে কংগ্রেস। এই এলাকার ছটি আসন দখল করেছে নির্দলীয়রা। দুটি আসনে ফল ঘোষণা বাকি রয়েছে।

লাদাখ লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির থুপসাম চিয়াং। যদিও ২০১৪-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানকার চারটি বিধানসভা এলাকার তিনটিতে জয় পেয়েছিল। অপর বিধানসভা কেন্দ্রের বিধায়ক একজন নির্দলীয়।

এমাসে কাশ্মীর ডিভিশনের ২০৮ টি ওয়ার্ডে চার দফায় নির্বাচন হয়েছিল। যার মধ্যে কংগ্রেস দখল করেছে ৭০ টি। এরপরেই রয়েছে নির্দলীয়রা। তারা ৫৩ টি আসন দখল করেছে। বিজেপি জয়ী হয়েছে ২১টি আসনে। জেডিইউ পেয়েছে একটি আসন।

ন্যাশনাল কনফারেন্স কিংবা পিডিপি এই নির্বাচনে অংশ নেয়নি।

১৩ বছর পর রাজ্যে পুর নির্বাচন হল। ৭৯ টি পুরসভায় ভোটদাতার সংখ্যা ছিল প্রায় ১৭ লক্ষ।

১১৪৫ টি ওয়ার্ডের নির্বাচনের জন্য মনোনয়ন জমা পড়েছিল ৩৩৭২ টি। ভোট হয়েছিল ৮, ১০, ১৩ ও ১৬ অক্টোবর।

কাশ্মীর উপত্যকায় কম ভোট পড়লেও, জম্মু ও লাদাখে ভোটদাতারা ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন অনেকটাই বেশি সংখ্যায়।

English summary
BJP Sweeps 4 Districts in Militancy-Hit South Kashmir in Municipal Election there
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X