For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় পুনর্নির্বাচন দাবি বিজেপির! সপ্তম দফা ঘিরে কমিশনের দ্বারস্থ পদ্ম-ক্যাম্প

কোথাও বোমাবাজি তো কোথাও ছাপ্পা ভোট , আবার কোথাও প্রার্থীর ওপর ইটবৃষ্টি। সপ্তদশ লোকসভা নির্বাচনে এমনই কিছু দৃশ্য দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য।

Google Oneindia Bengali News

কোথাও বোমাবাজি তো কোথাও ছাপ্পা ভোট , আবার কোথাও প্রার্থীর ওপর ইটবৃষ্টি। সপ্তদশ লোকসভা নির্বাচনে এমনই কিছু দৃশ্য দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। গোটা দেশের নিরিখে তুলনামূলকভাবে বাংলাতেই হিংসার ঘটনা সবচেয়ে বেশি দেখা গিয়েছে। এরপর ভোট সম্পন্ন হতেই দেশের বিভিন্ন অংশের সঙ্গে বাংলার একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচনের আবেদন করেছে বিজেপি।

বাংলায় পুনর্নির্বাচন দাবি বিজেপির! সপ্তম দফা ঘিরে কমিশনের দ্বারস্থ পদ্ম-ক্যাম্প

মূলত, এদিন কমিশনের দ্বারস্থ হয়ে বিজেপির তরফে দাবি করা হয়েছে বাংলার বিভিন্ন জায়হার হিংসা এতটাই চরমে উঠেছিল, যে সেখানে আবারও নির্বাচন আয়োজনের দাবি জানায় বিজেপি। সপ্তম দফা নির্বাচনের শুরু থেকেই একাধিক জায়গায় হিংসার ছবি উঠে আসে। আর বিজেপির দাবি সেই ঘটনা ঘিরে বাংলায় বিজেপির প্রতি আক্রমণ শানিয়েছে শাসক তৃণমূল ।

[আরও পড়ুন: 'বাংলা চমকে দেবে'! মমতার গড় দখলের ডাক দিয়ে বিজেপির নয়া হুঙ্কার ][আরও পড়ুন: 'বাংলা চমকে দেবে'! মমতার গড় দখলের ডাক দিয়ে বিজেপির নয়া হুঙ্কার ]

এখানেই শেষ নয়, ভোট মিটে গেলেও রাজ্যের বিভিন্ন জায়গায় যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকে, সেবিষয়টি নিয়েও কমিশনকে বিস্তারিত রিপোর্ট বিজেপি দিয়েছে বলে জানা গিয়েছে। যতদিন মডেল কোড অফ কনডাক্ট লাগু থাকবে ততদিন কোন্দ্রীয় বাহিনীকে ধরে রাখার দাবি জানিয়েছে বিজেপি।

[আরও পড়ুন: কলকাতায় চন্দ্রবাবু-মমতা বৈঠক, কটাক্ষ দিলীপের][আরও পড়ুন: কলকাতায় চন্দ্রবাবু-মমতা বৈঠক, কটাক্ষ দিলীপের]

English summary
BJP Seeks Repolling In Bengal, Blames TMC For Violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X