For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে উত্তরপ্রদেশে 'গানের লড়াই' বিজেপি-সমাজবাদী পার্টির

ভোটের মুখে উত্তরপ্রদেশে 'গানের লড়াই' বিজেপি-সমাজবাদী পার্টির

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের বাকি আর ২২ দিন৷ নির্বাচনের আগে প্রচারে অভিনবত্ব দেখাচ্ছে দু'দলই৷ কারও প্রচারে উঠে আসছে জনপ্রিয় শ্রীলঙ্কান গান 'মানিকে মাগে হিথে'র অনুকরণ তো কোথাও 'জনতা পুকারতি হ্যায় অখিলেশ' গানে চলছে প্রচার৷ পাঁচরাজ্যের নির্বাচন ঘোষণা করেছে কমিশন৷ যার মধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশে ছ'দফায় নির্বাচন। ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে ৩ মার্চ শেষ হচ্ছে উত্তরপ্রদেশ নির্বাচন। ১০ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণার কথা জানিয়েছে কমিশন৷ কিন্তু এখন দেশ করোনার তৃতীয় ঢেউ-এর মধ্যে রয়েছে স্বাভাবিকভাবেই রাস্তায় নেমে ভিড় করে জমায়েত ও প্রচারে নির্বাচন কমিশনের কড়া বিধিনিষেধ রয়েছে স্বাভাবিক ভাবেই জনপ্রিয় গানের সুরেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে দলগুলি৷

'মানিকে মাগে হিথে' ও বিজেপি!

'মানিকে মাগে হিথে' ও বিজেপি!

গত বছরের মাঝামাঝি সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় শ্রীলঙ্কার গায়িকা ইয়ুহানির গান, 'মানিকে মাগে হিথে'। এখনও গানটির জাদু থেকে মুক্ত হতে পারেনি দেশ৷ এবার সেই সুরেই বিজেপি সমর্থকরা তৈরি করেছে, 'সবকি মন কি ইয়ে ভাসা, ইহা দো দো হ্যায় আশা।' যার বাংলা করলে দাঁড়ায় সবার মনে একটাই কথা, দু'জন সবার আশা৷ গানটি বিজেপির 'ডাবল-ইঞ্জিন সরকার'এর আইডিয়াকে তুলে ধরছে তা বলার অপেক্ষা রাখে না।

'বচপন কা প্যার, ভুল নহি যানা রে' ও বিজেপি!

'বচপন কা প্যার, ভুল নহি যানা রে' ও বিজেপি!

গত বছরই মানিকে মাগে হিথের মতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ছত্তিশগড়রের একটি বাচ্চা সহদেব দৃদোর র‍্যাপ, বচপন কা প্যার তুম ভুল নহি জানা রে! এবার এই সুরেই উত্তরপ্রদেশ বিজেপি তৈরি করেছে, নির্বাচনী প্রচার থিম সং, 'যোগী কো ভোট দেনে সে আপ ভুল নহি যানা জি'! সঙ্গেই, গানে রাখা হয়েছে এইমস, কৃষকদের জন্য এমএসপি, রাস্তা, বিদ্যুতায়ন, বিনামূল্যের রেশন, বিনামূল্যে চিকিৎসা, কুশীনগর বিমানবন্দর, প্রতিরক্ষা করিডোর, ইত্যাদি যোগীর আমলে হওয়া এসব কাজ উত্তরপ্রদেশের মানুষকে না ভোলার অনুরোধ করা হয়েছে৷

'জনতা পুকারতি হ্যায় অখিলেশ' ও সমাজবাদীপার্টি

'জনতা পুকারতি হ্যায় অখিলেশ' ও সমাজবাদীপার্টি

গানে প্রচারে পিছিয়ে নেই অখিলেশের সমাজবাদী পার্টিও৷ তারা দুটি জনপ্রিয় ভোট সং তৈরি করেছে, প্রথমটি, 'জনতা ফুকারতি হ্যায় অখিলেশ' অর্থাৎ উত্তরপ্রদেশের মানুষ চাইছে অখিলেশ ক্ষমতায় আসুক। অন্যটি হল 'হুঙ্কার' এই হুঙ্কার গানটির মধ্যে দিয়ে লখীমপুর খেরির কৃষকদের উপর আক্রমণ এবং রাজ্যে কোভিডকালীন অক্সিজেন ঘাটতি। গঙ্গায় মৃতদেহ ভেসে যাওয়ার মতো বিষয়গুলিও তুলে ধরেছে সমাজবাদীপার্টি।

English summary
BJP-Samajwadi Party election campaign with song in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X