For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিমাচলে বাস্তবায়িত করা হবে ইউনিফর্ম সিভিল কোড, হিমাচলে প্রতিশ্রুতি বিজেপির

হিমাচলে বাস্তবায়িত করা হবে ইউনিফর্ম সিভিল কোড, হিমাচলে প্রতিশ্রুতি বিজেপির

Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশের নির্বাচনের আর মাত্র ছয়দিন বাকি। হিমাচল প্রদেশে রাজনৈতিক দলগুলো জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। রবিবার বিজেপি ইস্তেহার প্রকাশ করেছে। বিজেপি হিমাচলে ইস্তেহারে ১১টি প্রতিশ্রুতি দিয়েছে। তারমধ্যে অন্যতম ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠা করা। বিজেপি গুজরাতের প্রচারেও ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে।

ইউনিফর্ম সিভিল কোড কী

ইউনিফর্ম সিভিল কোড কী

ইউনিফর্ম সিভিড কোড হল দেশের প্রতিটি নাগরিকের জন্য এক আইন প্রণয়ন করা। বর্তমানে দেশে কিছু আইন প্রতিটি নাগরিকের জন্য এক হলেও কিছু আইন ধর্মের ভিত্তিতে রয়েছে। সংবিধানে জানানো হয়েছে, ভারতে ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠা করতে হবে। তবে তার আগে দেশের প্রতিটি ধর্মের নেতাদের সম্মতি নিতে হবে। উত্তরাখণ্ডে নির্বাচনের সময় ইউনিফর্ম সিভিল কোড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই বিষয়ে বিশেষ কোন অগ্রগতি হয়নি উত্তরাখণ্ডে। গুজরাতে বিজেপির নির্বাচনী প্রচারে বার বার উঠে এসেছে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়িত করার প্রতিশ্রুতি।

ওয়াকফ সম্পত্তিগুলির সমীক্ষা

ওয়াকফ সম্পত্তিগুলির সমীক্ষা

বিজেপি রবিবার হিমাচল প্রদেশে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে। সেখানে হিমাচল প্রদেশে ওয়াকফ সম্পত্তিগুলির সমীক্ষা করার প্রস্তাব দিয়েছে। ওয়াকফ সম্পত্তি মূলত ইসলাম ধর্মে সেবামূলক কাজের জন্য দান করা সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি পর্যালোচনার পর যেগুলো অবৈধ, সেগুলো বাজেয়াপ্ত করা হবে বলেও বিজেপির তরফে জানানো হয়েছে। সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের বিজেপি সরকার এই নীতি বাস্তবায়িত করেছে। যার জেরে উত্তরপ্রদেশ সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।

বিজেপির প্রতিশ্রুতি

বিজেপির প্রতিশ্রুতি

হিমাচল প্রদেশে রবিবার ইস্তেহার প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ইস্তেহারে প্রকাশের সময় সেখানে বিজেপির তরফে তিনি প্রতিশ্রুতি দেন, মুখ্যমন্ত্রী অন্নদাতা নীতির অধীনে কৃষকদের প্রতি বছর ৩,০০০ টাকা দেওয়া হবে। হিমাচলে চার লক্ষের বেশি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগে সমস্ত গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা হবে। শক্তি নামে রাজ্যের ধর্মীয় স্থানগুলির আশেপাশে পরিকাঠামো এবং পরিবহনের বিকাশের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হবে। সেখানে ১২,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আপেল প্যাকেজিংয়ের জিএসটি বাড়িয়ে দেওয়ার হিমাচল প্রদেশের কৃষকদের বিক্ষোভের মুখে পড়েছিল বিজেপি সরকার। বিজেপি ইস্তেহারে জানিয়েছে, আপেল প্যাকেজিংয়ের ক্ষেত্রে ১২ শতাংশ দিতে হবে। বাকিটা রাজ্য সরকার দেবে।

চার লক্ষ চাকরি ও পাঁচটি মেডিক্যাল কলেজের প্রতিশ্রুতি, হিমাচলে প্রকাশ বিজেপির ইস্তেহারচার লক্ষ চাকরি ও পাঁচটি মেডিক্যাল কলেজের প্রতিশ্রুতি, হিমাচলে প্রকাশ বিজেপির ইস্তেহার

English summary
BJP said that Uniform Civil Code to be implemented in Himachal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X