For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার ফলপ্রকাশের পর গুলিতে ঝাঁঝরা প্রচারসঙ্গীর মরদেহে কাঁধ স্মৃতির, দেখুন ভিডিও

ভোট মিটেতে উত্তরপ্রদেশের আমেথিতে দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বিজেপি নেতার দেহ। এরপর প্রচার-সঙ্গীর শেষযাত্রায় সামিল হয়ে মরদেহে কাঁধ দিলেন আমেথির নব নির্বাচিত সাংসদ স্মৃতি ইরানি।

Google Oneindia Bengali News

ভোট মিটেতে উত্তরপ্রদেশের আমেথিতে দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে বিজেপি নেতার দেহ। এরপর প্রচার-সঙ্গীর শেষযাত্রায় সামিল হয়ে মরদেহে কাঁধ দিলেন আমেথির নব নির্বাচিত সাংসদ স্মৃতি ইরানি। তিনি নিহত সুরেন্দ্র সিংয়ের অন্তিম যাত্রায় গিয়ে নিহত নেতার পরিবারকে কথা দেন, আততায়ীকে খুঁজে বের করে চরম শাস্তি দেওয়া হবে।

লোকসভার ফলপ্রকাশের পর গুলিতে ঝাঁঝরা প্রচারসঙ্গীর মরদেহে কাঁধ স্মৃতির, দেখুন ভিডিও

শনিবার রাতে সুরেন্দ্র সিং নামে উত্তর প্রদেশের বিজেপি নেতাকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। অভিযোগ, বাড়িতে ঢুকে আততায়ীরা গুলি করে খুন করা হয় স্মতি ইরানির ঘনিষ্ঠ নেতা সুরেন্দ্র সিংকে। তাঁর খুনের খবর পেয়েই দিল্লি থেকে আমেথিতে ছুটে যান স্মৃতি। তাঁকে শেষ শ্রদ্ধা জানান তাঁর মরদেহে কাঁধ দিয়ে।

এই আমেথি এতদিন ছিল গান্ধী পরিবারের দুর্গ। সেই কংগ্রেসি দুর্গে এবার পদ্ম ফুটিয়েছেন স্মৃতি ইরানি। সেখান থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সোনিয়া গান্ধী সাংসদ হয়েছেন। ২০০৪ সাল থেকে তিনবার এই আমেথি থেকে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু এবার এখানে স্মৃতি ইরানির কাছে পরাজিত হন কংগ্রেস সভাপতি।

আর লোকসবা ভোটের এই ফল প্রকাশের পরই খুনের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই সেই খুনের পর রাজনৈতিক রং লেগে যায়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানার চেষ্টা চালাচ্ছে এই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ রয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাড়িতে ঢুকে পয়েন্ট ব্লক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় তাঁকে।

এদিকে এই ঘটনার তদন্তে তৎপরতার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমেথির নবনির্বাচিত সাংসদ জানিয়েছেন, যেখানেই লুকিয়ে থাকুক রক্ষা নেই আততাতীর। পাতালে থাকলেও তাঁকে খুঁজে বের করে চরম শাস্তির ব্যবস্থা করবেন তাঁরা। তিনি সুরেন্দ্র সিংয়ের পরিবারকে এই মর্মে কথা দিয়ে যান। প্রাথমিক তদন্তে ইতিমধ্যে সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

English summary
BJP’s newly elected MP Smriti Irani presents last rites of party’s leader Surendra Singh in Amethi of Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X