For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরবের মহিলা সাংবাদিক কথা টুইট করে বিপাকে বিজেপি সাংসদ, দল থেকে বরখাস্তের দাবি নেটিজেনদের

আরবের মহিলা সাংবাদিক কথা টুইট করে বিপাকে বিজেপি সাংসদ, দল থেকে বরখাস্তের দাবি নেটিজেনদের

Google Oneindia Bengali News

আরবের মহিলা সাংবাদিকের কথা টুইট করে বিপাকে কর্নাটকের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভাইরাস হয়ে যায় তাঁর টুইট। যার জেবে নেটিজেনদের বিপুল আক্রমণের মুখে পড়তে হয় তেজস্বী সূর্যকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিজেপি সাংসদকে দল থেকে বহিষ্কারের দাবি উঠতে থাকে।

তেজস্বী সূর্যর বিতর্কিত টুইট

তেজস্বী সূর্যর বিতর্কিত টুইট

২০১৫ সালে অর্থাৎ ৫ বছর আগে এক আরবের মহিলা সাংবাদিক তারেখ ফতেহির কথা টুইট করেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। সেই টুইটে তিনি লিখেছিলেন, আরবের নারীরা সন্তানের জন্ম দিতে বাধ্য হন। তারণ তাঁরা ভালবাসার নয় যৌন সংসর্গের স্বীকার হন। ২০১৫ সালে করা তেজস্বী সূর্যের সেই টুইট হঠাৎ করে দাবানলের মতই ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যার জেরে নেটিজেনদের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় বিজেপি সাংসদকে।

অবসারণের জাবি

অবসারণের জাবি

তারপরেই তেজস্বী সূর্যকে বিজেপি থেকে বহিষ্কার করার দাবি করতে থাকেন নেটিজেনরা। এমনকী বিজেপি সাংসদের এই টুইটের পর আরবের উচিত ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা। এমনও লিখতে শুরু করেন অনেকে। একের পর এক আক্রমণাত্মক রিটুইট আসতে শুরু করে তেজস্বী সূর্যকে কেন্দ্র করে। যদিও পরে সেই টুইটটি তিনি মুছে ফেলেছিলেন বলে জানা গিয়েছে।

আরবে মহিলা সাংবাদিকের বক্তব্য

আরবে মহিলা সাংবাদিকের বক্তব্য

তারেখ ফতেহি আসলে আরবের এক মহিলা সাংসাদিক। একই সঙ্গে লেখিকাও। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন আরব বিশ্বের কাছে জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠছে। সবদেশের কাছেই আতঙ্কের কারণ আরব। এখানকার নারীরা ভালবেসে সন্তানের জন্ম দেননা। জঙ্গি তৈরি করার জন্য তাঁদের সন্তানের জন্ম দিতে হয়। সেই কথাই ধার করে টুইট করেছিলেন তেজস্বী সূর্য।

' মুখ ঢাকা হল আর করোনা ভাইরাস নিচ দিয়ে ঢুকে গেল' শরীরে! পাকিস্তানের মন্ত্রীর আজব ব্যাখ্যা

English summary
BJP MP tweet Arabian woman creat social media storm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X