For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সাংসদ এবার কংগ্রেস প্রার্থী! রাহুলকে পরিস্থিতি বিশারদ আখ্যায় স্পষ্ট ইঙ্গিত

শেষপর্যন্ত মোদী-শাহদের দলে ব্রাত্য হয়ে নিজের কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে প্রার্থী হওয়ার সম্ভাবনা বিহারীবাবু শত্রুঘ্ন সিনহার। মঙ্গলবার তাঁর মুখে রাহুল গান্ধীর ঢালাও প্রশংসা ফের সেই সম্ভাবনা উসকে দিয়

Google Oneindia Bengali News

খোদ বিজেপির সাংসদ এবার প্রার্থী হচ্ছেন কংগ্রেসের টিকিটে। আরও স্পষ্ট হল সেই সম্ভাবনা। অনেকদিনই সখ্যতা ছিল না বিজেপির সঙ্গে। শেষপর্যন্ত মোদী-শাহদের দলে ব্রাত্য হয়ে নিজের কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে প্রার্থী হওয়ার সম্ভাবনা বিহারীবাবু শত্রুঘ্ন সিনহার। মঙ্গলবার তাঁৎ মুখে রাহুল গান্ধীর ঢালাও প্রশংসা ফের সেই সম্ভাবনা উসকে দিয়েছে।

বিজেপির সাংসদ হবেন কংগ্রেস প্রার্থী! স্পষ্ট ইঙ্গিত

শত্রুঘ্ন সিনহা এদিন বলেন, রাহুল গান্ধী হলেন মাস্টার অফ সিচুয়েশন। এই মুহূর্তে রাহুল গান্ধী ন্যূনতম আয় প্রকল্প ন্যায় প্রকল্প ঘোষণা করে মাস্টারস্ট্রোক দিয়েছেন। এই একটা চালই তাঁকে পরিস্থতি বিশারদ করে তুলেছে। তিনি বলেন, আমাদের কিছু জনপ্রিয় নেতা অনেক বাগাড়ম্বর করেছেন পাঁচ বছর ধরে। রাহুল গান্ধী একটা চালেই সবাইকে মাত দিয়েছেন।

তাঁর এই কথাই ইঙ্গিতবাহী হয়ে দেখা দিয়েছে। তিনি এবার কংগ্রেসের টিকিটেই প্রার্থী হতে চলেছেন। কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে জোর খবর রটেছে, রাহুল গান্ধী টিকিট দিতে পারেন বিহারীবাবুকে। এবার হাত চিহ্নে তিনি লড়তে পারেন নিজের পছন্দের আসনে। বিষয়টি এতদিনে চূড়ান্ত হওয়ার পথে।

বিজেপির সাংসদ হবেন কংগ্রেস প্রার্থী! স্পষ্ট ইঙ্গিত

পাটনা সাহিব থেকে বিজপির প্র্রার্থী হয়েছেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনিও এদিন বিহারীবাবুর সমালোচনা করেছেন। তাঁকে একহাত নিয়েছেন। মানুষ তাঁকে জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ। তারপর কংগ্রেসের টিকিটে তাঁর লড়াইয়ের সম্ভবনা আরও জোরদার করে তুলেছেন শত্রুঘ্ন সিনহা নিজেই।

English summary
BJP MP Shatrughan Sinha is possible candidate of Congress in Lok Sabha Election 2019. He says Rahul Gandhi is master of situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X