For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণধর্ষণে অভিযুক্ত নেতাকে জেলে গিয়ে ধন্যবাদ জানিয়ে এলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ

উন্নাও থেকে এবারও লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ।

  • |
Google Oneindia Bengali News

উন্নাও থেকে এবারও লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন বিজেপি নেতা সাক্ষী মহারাজ। তিনি বরাবর বিতর্কিত মন্তব্যের জন্য কুখ্যাত। তবে এবার মন্তব্য নয়, এমন কাণ্ড করলেন তিনি যে কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না। উন্নাও গণধর্ষণ মামলার অভিযুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেনগারের সঙ্গে গিয়ে দেখা করে ধন্যবাদ জানিয়ে এসেছেন।

সেনগারকে ধন্যবাদ সাক্ষীর

সেনগারকে ধন্যবাদ সাক্ষীর

সাক্ষী মহারাজ বলেছেন, আমি সেনগারের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে এসেছি। কারণ উন্নাও কেন্দ্রে দল বিপুল ভোটে জয় পেয়েছে।

সেনগারের বিরুদ্ধে অভিযোগ

সেনগারের বিরুদ্ধে অভিযোগ

এই সেনগার উন্নাওয়ের বিধায়ক। ১৬ বছর বয়সী এক কিশোরীর ধর্ষণের অভিযোগে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার পর মেয়েটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে আত্মহত্যা করতে যায়। কারণ অভিযোগ, কেউ তাঁর কথা শুনছিল না। পরে ঘটনা সংবাদমাধ্যমের সামনে আসায় সরকার ব্যবস্থা নেয়।

যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগ

যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগ

যদিও অভিযোগ, রাজ্যের যোগী সরকার অভিযুক্ত বিধায়ককে বাঁচানোর চেষ্টা করছে। মেয়েটির বাবাকেও মেরে তার নামেই মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি গত ৮ এপ্রিল পুলিশ হেফাজতে মারা গিয়েছেন। এদিনে সেনগারও জেলে রয়েছেন।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

উন্নাও কেন্দ্র থেকে চার লক্ষ ভোটে জিতেছেন সাক্ষী মহারাজ। তারপরই বিতর্কিত মন্তব্য করেন তিনি। জয় শ্রী রাম বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসুর রাজ হিরণ্যকশ্যপের বংধর বলে তোপ দাগেন। এবার ফের বিতর্ক খাড়া করলেন তিনি।

[আরও পড়ুন:'হামসে জো...': মমতার স্লোগানের ছয়লাপ দেখে বোঝাই যাচ্ছে যে উনি ২৩ মে-তেই আটকে রয়েছেন][আরও পড়ুন:'হামসে জো...': মমতার স্লোগানের ছয়লাপ দেখে বোঝাই যাচ্ছে যে উনি ২৩ মে-তেই আটকে রয়েছেন]

[আরও পড়ুন: দ্বিতীয় মোদী সরকার গঠনের পর প্রথম আর্থিক নীতি ঘোষণা করতে চলেছে আরবিআই][আরও পড়ুন: দ্বিতীয় মোদী সরকার গঠনের পর প্রথম আর্থিক নীতি ঘোষণা করতে চলেছে আরবিআই]

English summary
BJP MP Sakshi Maharaj meets rape accused MLA in jail in Unnao
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X