For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা জানালেন যোগী রাজ্যের সম্ভাব্য ফল! মোদীর 'খিচড়ি'কে দিলেন 'বাহবা'

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশে বিজেপির সম্ভাব্য ফল নিয়ে মন্তব্য করলেন। তিনি বললেন, যোগী রাজ্যে ৮০ টি আসনের মধ্যে ১৭ টিও পাবে না মোদীর দল।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশ সহ পশ্চিমবঙ্গে চার পর্বের ভোট শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে তিন পর্বের ভোট। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশে বিজেপির সম্ভাব্য ফল নিয়ে মন্তব্য করলেন। তিনি বললেন, যোগী রাজ্যে ৮০ টি আসনের মধ্যে ১৭ টিও পাবে না মোদীর দল।

কেন্দ্রে যে দল ক্ষমতায় আসুক না কেন, সেই দলের কাছে উত্তর প্রদেশের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। ২০১৪-র নির্বাচনে ৮০ টির মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৭০ টি আসন। সহযোগী আপনা দল পেয়েছিল দুটি আসন। বিজেপির সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পিছনে উত্তর প্রদেশের অবদান ছিল যথেষ্ট।

মমতা ভবিষ্যদ্বাণী

মমতা ভবিষ্যদ্বাণী

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, কংগ্রেস উত্তর প্রদেশ থেকে সাত থেকে আটটি আসন পাবে। ওই রাজ্য থেকে অখিলেশ মায়াবতীর দল খুব ভাল ফল করবে বলেও মন্তব্য করেছেন তিনি। এই রাজ্যে থেকে বিজেপিকে তিনি ১৭ টি আসনও দিতে রাজি নন।

আঞ্চলিক দলগুলির মধ্যে ভাল সংযোগ

আঞ্চলিক দলগুলির মধ্যে ভাল সংযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আঞ্চলিক দলগুলির মধ্যে খুব ভাল সংযোগ রয়েছে। তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের জোটকে খিচড়ি বলে মন্তব্য করেছেন। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খিচড়িতে ভুল কী আছে। চাল রয়েছে, ডাল রয়েছে। আলুর তরকারিও রয়েছে। সব মিলিয়েও তো খিচড়ি তৈরি হয়।

'নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট'

'নরেন্দ্র মোদী ফ্যাসিস্ট'

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে নরেন্দ্র মোদী দেশের সব থেকে খারাপ প্রধানমন্ত্রী। তাঁকে ফ্যাসিস্ট বলে অবিহিত করেছেন তিনি। খুব নিম্ন ভাষায় তিনি কথা বলেন বলেও অভিযোগ মমতার। রাজনৈতিক বক্তৃতা সংস্কৃতিরও অঙ্গ বলে মন্তব্য করেছেন তিনি।

'পশ্চিমবঙ্গের অবস্থা জরুরি অবস্থার থেকেও খারাপ'

'পশ্চিমবঙ্গের অবস্থা জরুরি অবস্থার থেকেও খারাপ'

তারা যেটা করছে তাতে, পশ্চিমবঙ্গের অবস্থা জরুরি অবস্থার থেকেও খারাপ। মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি সমান্তরাল সরকার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

English summary
BJP, Mamata Banerjee says, is "losing" and the party would not even get 17 of the state's 80 seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X