For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাইওয়ান-চিন সংকটের মাঝে ভারতের নাম জড়িয়ে বিস্ফোরক দাবি সুব্রহ্মণ্যমস্বামীর, কী বললেন বিজেপি নেতা?

তাইওয়ান-চিন সংকটের মােঝ ভারতের নাম জড়িয়ে বিস্ফোরক দাবি সুব্রহ্মণ্যমস্বামীর, কী বললেন বিজেপি নেতা?

Google Oneindia Bengali News

তাইওয়ানকে নিজের অংশ বলেই মনে করে চিন। এই নিয়ে চিনের সঙ্গে তাইওয়ানের টানাপোড়েন দীর্ঘদিনের। সেই টানাপোড়েন আরও কয়েকগুণ উস্কে দিয়েছেন মার্কিন স্পিকার ন্যান্সি পালোসি। তিনি তাইওয়ানে পা রাখতেই যেন জ্বলে উঠেছে বেজিং। এদিকে আবার তাই নিয়ে ভারতে বিতর্কিত মন্তব্য করে বসেছেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দাবি করেছেন একটা সময়ে তিব্বত এবং তাইওয়ান ভারতেরইও অংশ ছিল। এই দুই গুরুত্বপূর্ণ অঞ্চল ভারতের হাতছাড়া হওয়ার নেপথ্য রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলালা নেহরু আর অটল বিহারী বাজপেয়ী।

চাঞ্চল্যকর দাবি বিজেপি নেতার

চাঞ্চল্যকর দাবি বিজেপি নেতার

বিতর্কিত মন্তব্য নতুন নয় সুব্রহ্মণ্যম স্বামীর কাছে। তাইওয়ান-চিনের মাঝে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাই নিেয় আবার বিস্ফোরক দাবি করে বসেছেন বিজেপি নেতা। সু্ব্রহ্মণ্যম স্বামীর দাবি একটা সময়ে তিব্বত আর তাইওয়ান ভারতের অংশ ছিল। কিন্তু নেহরু আর অটল বিহারী বাজপেয়ীর কারণে সেই দুটি জায়হা হাতছাড়া হয়েছে ভারতের। তাঁদের বোকামিতেই এই দুিট জায়গায় ভারতের অংশ থেকে বেরিয়ে গিয়েছে।

চিনকে নিশানা সুব্রহ্মণ্যম স্বামীর

চিনকে নিশানা সুব্রহ্মণ্যম স্বামীর

নেহরু আজ বাজপেয়ীর নির্বুদ্ধিতার মাশুল দিচ্ছে লাদাখ। তিব্বত দখলের পর এবার লাদাখে নজর দিয়েছে চিন। তাঁরা সীমান্ত চুক্তি আর মানতে চাইছে না বলে দাবি করেছেন বিজেপি নেতা। লাদাখ সীমান্তে এখন শ্বাস ফেলছে বেজিং। প্রসঙ্গত উল্লেখ্য লাদাখ সীমান্ত নিয়ে তুমুল টানাপোড়েন চলছে ভারতের সঙ্গে চিনের। লাদাখের প্যাংগং হ্রদের উপর দখল চাইছে চিনা ফৌজ। এই নিেয় ভারতীয় সেনার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধও হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও সমস্যা মেটেনি। বেজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা লাদাখের সীমান্ত চুক্তি মানতে চায়না।

মোদীকে নিশানা স্বামীর

মোদীকে নিশানা স্বামীর

লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতেও ছাড়েননি সুব্রহ্মণ্যম স্বামী। তিনি অভিযোগ করেছেন লাদাখ সীমান্তে যখন দখল করতে মরিয়া হয়ে উঠেছে চিনা ফৌজ। ভোটের জন্য লাদাখ সীমান্তের চিনের আগ্রাসন লুকিয়ে যাচ্ছে মোদী সরকার। বারবার তিনি দাবি করছেন কেউ আসেননি কেউ আসেনি সীমান্তে। অর্থাৎ চিনা ফৌজে অস্তিত্ব নেই সেখানে। মোদীকে কটাক্ষ করে স্বামী বলেছেন, চিনের জানা উচিত সামনেই ভারতের সাধারণ নির্বাচন। কাজেই নিজের ভাবমূর্তি রক্ষা করতেই হবে। তাই লাদাখে যা কিছু ঘটুক দেশবাসীর কাছে ধামাচাপা দিতে মরিয়া মোদী।

তাইওয়ানকে হুঁশিয়ারি বেজিংয়ের

তাইওয়ানকে হুঁশিয়ারি বেজিংয়ের

এদিকে তাইওয়ানের মাটিতে মার্কিন স্পিকার ন্যান্সি পালোসি পা রাখতেই ফুঁসে উঠেছেন জিনপিং। তাইওয়ানকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছে বেজিং। এই ভুলের মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এমনকী জানা গিয়েছে চিনা যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশে চক্কর কাটতে শুরু করেছে। আবার চিনা ট্যাঙ্কারও তাইওয়ানের পথে গতি বাড়িয়েছে। এদিকে তাইওয়ানও পাল্টা জবাব দিয়ে বলেছে তারা মাথা নোয়াবে না। বেজিং যা করছে তা একেবারেই ঠিক নয়। আমেরিকাও তাইওয়ানের পাশে থাকার বার্তা দিয়েছে।

তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি আমেরিকার, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বললেন ন্যান্সি তাইওয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি আমেরিকার, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বললেন ন্যান্সি

English summary
Subramanian Swamy Tibet and Taiwan are a part of China due to Nehru and Vajpayee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X