For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীজির জন্মের শংসাপত্র কি আছে? এনআরসি নিয়ে কোন ইঙ্গিত দিলেন বিজেপি নেতা পি মুরলীধর

সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে মুখ খুললেন বিজেপির সাধারণ সম্পাদক মুরলীধর রাও। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে কেবলমাত্র সিএএ কার্যকরের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে।

Google Oneindia Bengali News

সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে মুখ খুললেন বিজেপির সাধারণ সম্পাদক মুরলীধর রাও। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে কেবলমাত্র সিএএ কার্যকরের উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে। এনআরসি বা এনপিআর নিয়ে এখন তেমন মাথা ব্যাথা নেই সরকারের। যদিও বিজেপি ভীষণভােব চায় দেশে এনআরসি এবং এনপিআর কার্যকর হোক।

 সরকার চায় সিএএ কার্যকর করতে

সরকার চায় সিএএ কার্যকর করতে

সিএএ নিয়ে দেশের অবস্থা একেবারেই ভাল নয়। তার পরেও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুরলীধর রাও দাবি করেছেন, সরকার এই মুহূর্তে কেবল মাত্র সিএএ কার্যকর করার দিকেই নজর দিয়েছে। যদিও দল চায় আগে এনআরসি আর এনপিআর কার্যকর করা হোক। এই নিয়ে দলের সঙ্গে মত বিরোধ রয়েছে। কিন্তু আপাতত সিএএ কার্যকরের উপরেই বেশি জোর দিচ্ছেন মোদী-অমিত শাহরা। সেকারণেই এত হিংসার পরেও সরকারের তরফে সিএএ ফেরানোর কথা বলা হয়নি।

 এনআরসি, এনপিআর চায় বিজেপি

এনআরসি, এনপিআর চায় বিজেপি

এনআরসি, এনপিআরে জন্মের সংশাপত্র দাবি করা হচ্ছে। বিজেপির সাধারণ সম্পাদক মুরলীধর দাবি করেছেন, মোদীজির এবং তাঁর মায়ের সংশাপত্র আছে বলে মনে হয় আপনাদের? যাঁরা এই সংশাপত্রকে এনআরসি বিরোধিতার ইস্যু করছে তাঁদের জানিয়ে রাখা জরুরি এগুলো কোনও ইস্যু নয়। এন আরসি গোটা দেশে কার্যকর করা হলে সেভাবেই তার পরিকাঠামো তৈরি করা হবে। যেটার বিচারবিভাগীয় খোঁজ খবর হবে। যদি কেউ এটাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যায় তবে সংশাপত্র জাতীয় কাগজ পত্রের প্রয়োজন হবে বলে দাবি করেছেন তিনি।

 সিএএ-তে ক্ষতি হবে না নাগরিকদের

সিএএ-তে ক্ষতি হবে না নাগরিকদের

সিএএ নিয়ে যখ উত্তাল গোটা দেশ, তখন বিজেপির সাধারণ সম্পাদক দাবি করেছেন এই আইন কার্যকর হলে দেশের নাগরিকদের কোনও ক্ষতি হবে না। গত কয়েকদিন ধরে দিল্লিতে হিংসাত্মক আন্দোলনে প্রায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। এরই মধ্যে চলছে রাজনৈতিক চাপান উতর।

English summary
BJP leader says is Modiji has Birth certificate?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X