For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার পাওনা কমিউনিস্টদের, নয়া হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

রবিবার সন্ধেয় জেএনইউতে হামলা চালায় কমপক্ষে ৫০ জন বহিরাগত। ব্যাট, উইকেট, লোহার রড নিয়ে এই হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন এক অধ্যাপিকা সহ অন্তত ১৮ জন ছাত্রছাত্রী।

  • |
Google Oneindia Bengali News

রবিবার সন্ধেয় জেএনইউতে হামলা চালায় কমপক্ষে ৫০ জন বহিরাগত। ব্যাট, উইকেট, লোহার রড নিয়ে এই হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন এক অধ্যাপিকা সহ অন্তত ১৮ জন ছাত্রছাত্রী। এদিকে পরোক্ষে এই হামলাকে সমর্থন করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বামেরা মার খেলেই যত গণ্ডগোল হয়। কিন্তু এবিভিপির কেউ মার খেলে কেউ কখনও পথে নামেন না।

'বামেরা মার খেলেই গণ্ডগোল'

'বামেরা মার খেলেই গণ্ডগোল'

রবিবার জেএনইউতে হামলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, বামেরা মার খেলেই গণ্ডগোল হয়। কিন্তু রাজ্যে রাজ্যে যখন এবিভিপি মার খায় তখন কেউ পথে নামেন না। তিনি বলেন, বামেদের মার খাওয়ার সময় এসেছে, এমন ঘটনা আরও ঘটবে।

 'অশান্তির মূলে বামেরাই'

'অশান্তির মূলে বামেরাই'

দিলীপ ঘোষের অভিযোগ, জেএনইউতে অশান্তির মূলে বামেরাই। তাঁর আরও অভিযোগ সেখানে বছরের পর বছর ধরে গণ্ডগোল পাকাচ্ছে তারা।

হামলাকারী কারা, স্পষ্ট করেননি দিলীপ

হামলাকারী কারা, স্পষ্ট করেননি দিলীপ

বামেদের নিয়ে অভিযোগ তুললেও, রবিবার সন্ধেয় জেএনইউতে হামলাকারী কারা, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি দিলীপ ঘোষ।

হামলা নকশালদের, অভিযোগ এবিভিপির

হামলা নকশালদের, অভিযোগ এবিভিপির

যদিও এবিভিপি দাবি করেছে, নকশালপন্থীরা হস্টেলে ডুকে হামলা চালিয়েছে এবং ছাত্রছাত্রীদের লোহার রড দিয়ে আঘাত করেছে। এবিভিপির সভাপতি নিধি ত্রিপাঠী ঘটনার জন্য এসএফআই, আইসা এবং ডিএসএফকে দায়ী করেছেন।

জেএনইউ ছাত্রদের শান্তি বজায় রাখার আবেদন উপাচার্যেরজেএনইউ ছাত্রদের শান্তি বজায় রাখার আবেদন উপাচার্যের

English summary
BJP leader Dilip Ghosh criticises left on attack on JNU students. He said it's time to beat the left and more will be.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X