১০ কোটি মানুষের মতামত নিয়ে ইস্তেহার! স্বপ্নের পরিকল্পনা কাজে দেখানো শুরু বিজেপির
আসন্ন লোকসভা নির্বাচনের সংকল্প পাত্র তথা ইস্তেহার তৈরি করতে বিজেপি প্রায় ১০ কোটি মানুষের মত নেবে। বিজেপি সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রবিবার একমাস ব্যাপী ভারতকে মন কি বাত, মোদী কি সাথ শুরু করেন। ভারতকে মন কি বাত, মোদী কি সাথ সারা দেশে বিজেপির ইস্তেহার তৈরি করতে ১০ কোটি মানুষের মত নেবে।

বিজেপির সভাপতি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ইস্তেহার তৈরি করতে এক অনন্য উপায় নেওয়া হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় সাধারণ জনগণের কাছে প্রশান রাখা হবে, কোন ধরনের দেশ তারা পছন্দ করেন। সেইলক্ষ্য পূরণ করতে তাদের পরামর্শ কী। মত নেওয়া হবে ভারতবাসীর। এই মত স্বপ্নের নতুন ভারত গড়তে সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি।
যেখানে এই অনুষ্ঠানের শুরু, সেই হোটেলের এক ওয়েটারের কাছ থেকে প্রথম পরামর্শ নেওয়া হয়। সারা দেশে ৩০০ টি গাড়ি ঘুরবে। ৪০০০টি বিধানসভা কেন্দ্রে ৭৭০০ টির বেশি বাক্স রাখা থাকবে পরামর্শ জমা দেওয়ার জন্য। এছাড়াও সোশ্যাল মিডিয়া এবং টেলিফোনেও এবিষয়ে মত নেওয়া হবে।
সংকল্প পাত্র তথা ইস্তেহার কমিটির প্রধান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এভাবে কোনও দলের ইস্তেহার এর আগে তৈরি করা হয়নি। রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের সব থেকে বড় বন্ধু হিসেবে উঠে এসেছেন।