For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলার রায়দান নিয়ে মুখ খোলা যাবে না মোদী-শাহ-র আগে, নির্দেশ নেতা কর্মীদের

অযোধ্যা মামলার রায়দান নিয়ে ক্রমশই চড়ছে পারদ। আর এই নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে ময়দানে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার রায়দান নিয়ে ক্রমশই চড়ছে পারদ। আর এই নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে ময়দানে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দলের নেতা-কর্মীদের সাফ জানিয়ে দেওয়া হল, অযোধ্যা বিবাদ মামলার রায়দানের পর যতক্ষণ না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনও মন্তব্য করছেন, ততক্ষণ এই বিষয়ে কোনও কথা বলা যাবে না।

শান্তি বজায় রাখতে আচরণ বিধি জারি

শান্তি বজায় রাখতে আচরণ বিধি জারি

গতকালই বিজেপি অযোধ্যা মামলা পরবর্তী পরিস্থিতি সংক্রান্ত আচরণ বিধি জারি করা হয়েছে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে। তাতে শ্পষ্ট করে বলা, অযোধ্যা বিবাদ মামলা নিয়ে কোনও প্রকার উত্তেজক, প্ররোচনামূলক বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। অঞ্চলভিত্তিক বৈঠক করে তৃণমূলস্তরের সব কর্মীকে জানানো হয় যে মামলার রায়দানের পর যতক্ষণ না এই নিয়ে নরেন্দ্র মোদী বা অমিত শাহ কোনও মন্তব্য করছেন, ততক্ষণ এই বিষয়ে কেউ কোনও কথা যে না বলে।

সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেন সভাপতি

সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করেন সভাপতি

সোমবার দলের সাধারণ সম্পাদকদের নিয়ে এক বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। একই রকমের বৈঠক হয় কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বইতেও। দলের এক বর্ষীয়ান নেতা এই বিষয়ে বলেন, "কী করতে হবে এবং কী করা যাব না, তার এক লম্বা তালিকা রয়েছে। রায়দানের পর কোনও নেতা এই নিয়ে মুখ খুলতে পারবেন না। সরকারের পক্ষ থেকে প্রধামন্ত্রী এই বিষয়ে প্রথম বলবেন। এরপর নির্দেশের জন্য সব মন্ত্রী ও নেতাদের অপেক্ষা করতে হবে। দলের পক্ষ থেকে এই বিষয়ে প্রথম কথা বলবেন অমিত শাহ।"

কোনও রকম বিতর্ক এড়াতে তৎপর দল

কোনও রকম বিতর্ক এড়াতে তৎপর দল

সূত্রের খবর, অযোধ্যা সংক্রান্ত মামলার রায় পরবর্তী দলের নেতাদের কোনও বক্তব্য যাতে বিরোধীরা হাতিয়ার না বানাতে পারে, তাই এই পদক্ষেপ। এছাড়া কেন্দ্র ও দেশের অধিকাংশ রাজ্যে সরকারে রয়েছে বিজেপি। সেই ক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে মুখ পুড়বে দলেরই।

কর্মীদের শান্ত থাকার নির্দেশ আরআরএস-এর

কর্মীদের শান্ত থাকার নির্দেশ আরআরএস-এর

এদিকে আরএসএসও তাদের কর্মাদের শান্ত থাকার নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে ১০ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মাঝে আরএসএস-এর সমস্ত পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে। এর আগে আরএসএস-এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে সবাইকে রায় মেনে নিতে বলা হয়েছিল। তারা জানায়, এই রায়ের জেরে দেশের শান্তি সৃঙ্খলা যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয়।

বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার আবেদন যোগীর

বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার আবেদন যোগীর

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকতে। এরমধ্যে দিওয়ালি উপলক্ষে দীপোৎসবে মুখ্যমন্ত্রী যখন অযোধ্যায় গিয়েছিলেন, তখনও তিনি সন্তদের সঙ্গে বৈঠক করেছেন। বিতর্কিত কিছু না বলার জন্য তাঁদের কাছে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে একই আবেদন রেখেছিলেন দেশবাসীর কাছে।

English summary
bjp issues code of conduct for party workers ahead of ayodhya case vedict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X