For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপি-কংগ্রেস ভাই ভাই', গর্জে উঠলেন বিরোধী জোটের মুখ কেসিআর

'বিজেপি ও কংগ্রেস দুই ভাই। ওঁদের বিশ্বাস করা যায় না।' এই বলে আক্রমণ শানালেন কেসিআর।

  • |
Google Oneindia Bengali News

তেলাঙ্গানায় ভোট চেয়ে সরকার ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এখন কেয়ারটেকার সরকারের দায়িত্বে রয়েছে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে দেশের দুই বৃহত্তম দল নিয়ে বলতে গিয়ে গর্জে উঠলেন তিনি। 'বিজেপি ও কংগ্রেস দুই ভাই। ওঁদের বিশ্বাস করা যায় না।' এই বলে আক্রমণ শানালেন কেসিআর।

বিজেপি-কংগ্রেস ভাই ভাই, গর্জে উঠলেন বিরোধী জোটের মুখ কেসিআর

দেবারাকোন্ডায় জনসভায় তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান বলেন, তেলাঙ্গানায় ভোটের পরই জাতীয় রাজনীতিতে পা রাখবেন তিনি। বিরোধী টিপিসিসি নেতা উত্তম কুমার রেড্ডি ও জনা রেড্ডিকেও তেড়ে আক্রমণ করেন কেসিআর।

তবে শুধু যে কংগ্রেস ও বিজেপি কেসিআরের টার্গেট ছিলেন তা নয়। পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুকেও তোপ দাগেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী। চন্দ্রবাবু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তেলাঙ্গানার ভোটে লড়ছেন। তাঁর দল টিডিপি কংগ্রেসকে জোট সঙ্গী বানিয়েছে। যার ফলে তিনি এখন বিজেপি বিরোধিতায় সবচেয়ে বড় বিপক্ষ হিসাবে পরিচিত কংগ্রেসকেও ছেড়ে কথা বলছেন না।

তেলাঙ্গানায় মোট ১১৯টি বিধানসভা আসন রয়েছে। আগামী ৭ ডিসেম্বর সেখানে ভোটগ্রহণ হবে। ফলাফল প্রকাশ হবে বাকী চার রাজ্যের সঙ্গে ১১ ডিসেম্বর।

English summary
BJP and Congress are brothers whom you can't believe, says KCR at Telangana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X