For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশ এবার কার দখলে, ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষা স্পষ্ট করল সম্ভাবনা

বিজেপি না কংগ্রেস কার দখলে এবার থাকছে মধ্যপ্রদেশ। ভোটপর্ব শেষ হতেই এখন নজর এক্সিট পোলে। ইন্ডিয়া টুডের সমীক্ষা জানাচ্ছে এবার মধ্যপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের মধ্যে কাঁটে কা টক্করের সম্ভাবনা।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি না কংগ্রেস কার দখলে এবার থাকছে মধ্যপ্রদেশ। ভোটপর্ব শেষ হতেই এখন নজর এক্সিট পোলে। ইন্ডিয়া টুডের সমীক্ষা জানাচ্ছে এবার মধ্যপ্রদেশে বিজেপি ও কংগ্রেসের মধ্যে কাঁটে কা টক্করের সম্ভাবনা। গণনার শেষ পর্যন্ত থাকবে টানটান উত্তেজনা। যে কোনও দিকে ঢলে পড়তে পারে ফলাফল। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে এই বুথ ফেরত সমীক্ষা।

কত আসন পাবে বিজেপি

কত আসন পাবে বিজেপি

বিজেপি এবার পেতে পারে ১০২ থেকে ১২০টি আসন। এখানে এবার ম্যাজিক ফিগাগ ১১৬। অর্থাৎ বিজেপি এবার নাও সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আবার খুব কান ঘেঁষে সংখ্যা গরিষ্ঠতা পেতেও পারে। কয়েকটি আসনের জন্য ঘুরে যেতে পারে ক্ষমতা। অর্থাৎ শিবরাজ সিং চৌহান হারাতে পারেন তখত।

কংগ্রেস পাবে কত আসন

কংগ্রেস পাবে কত আসন

কংগ্রেস এবার বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে প্রথম থেকেই। ইন্ডিয়া টুডের বুথ ফেরত সমীক্ষাতেও তেমনই ইঙ্গিত। বিজেপিকে হারিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে কংগ্রেসে। কংগ্রেস এখানে পেতে পারে ১০৪টি থেকে ১২০টি আসন। সেক্ষেত্রে কংগ্রেসেরও সরকার গড়ার সম্ভাবনা থাকছে।

ফ্যাক্টর হতে পারে অন্যান্যরা

ফ্যাক্টর হতে পারে অন্যান্যরা

ইন্ডিয়া টুডের সমীক্ষায় অন্যান্যরা পেতে পারে ৪ থেকে ১১টি আসন। তখন কিং-মেকার হতে পারে অন্যদল গুলি। বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডের সমীক্ষায় ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

গতবার কী ফল ছিল

গতবার কী ফল ছিল

২৩০ আসনের মধ্যে গতবার মধ্যপ্রদেশে বিজেপি পেয়েছিল ১৬৫টি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ৫৮টি আসন। এবার শিবরাজ সিংয়ের কাছে চ্যালেঞ্জ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রুখে চতুর্থ বারের জন্য ক্ষমতায় আসা। ইন্ডিয়া টুডের মতে, সেটা এখন ঝুলে রয়েছে সরুর সুতোর মধ্যে।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে কারা ওড়াবে বিজয়কেতন, কী বলছে টাইমস নাওয়ের এক্সিট পোল ][আরও পড়ুন: মধ্যপ্রদেশে কারা ওড়াবে বিজয়কেতন, কী বলছে টাইমস নাওয়ের এক্সিট পোল ]

English summary
BJP and Congress anyone can win Madhya Pradesh Assembly Election. India Today clears the possibility in their exit poll,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X