For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন দফা শেষে লোকসভায় কোন দল ক’টি আসন পেতে পারে, একনজরে রাজ্যওয়াড়ি আলোচনা

তৃতীয় দফার ভোটের শেষ হয়েছে। দেশের অর্ধেকেরও বেশি আসনে ভোটগ্রহণ সারা। প্রথম তিন দফায় ৩০৩টি আসন নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া।

Google Oneindia Bengali News

তৃতীয় দফার ভোটের শেষ হয়েছে। দেশের অর্ধেকেরও বেশি আসনে ভোটগ্রহণ সারা। প্রথম তিন দফায় ৩০৩টি আসন নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। বিশেষজ্ঞরা খাতা-পেন নিয়ে বসে পড়েছেন - কোন দল কটি আসন পেতে পারে। তা নিয়েই এক সমীক্ষক সংস্থা আভাস দিয়েছে প্রথম তিন দফার নিরিখে বিজেপি বেশ কিছু আসন হারাতে পারে।

বিজেপি কত কমতে পারে

বিজেপি কত কমতে পারে

ভোটদানের হার কম হওয়ায় আশঙ্কা প্রকাশ করে সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি অন্তত ৬০টি আসন হারাতে পারে এই তিন দফা থেকে। এই ধারা বজায় থাকলে বিজেপি ২০০-র নীচে নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উত্তরপ্রদেশ-পশ্চিমবঙ্গ-বিহার

উত্তরপ্রদেশ-পশ্চিমবঙ্গ-বিহার

২০১৯-এর তিন দফার ভোট দেখে বিশিষ্ট এক সাংবাদিক গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের হিসেব দিয়েছেন। সেই হিসেবে তিনি দেখিয়েছেন, কোন রাজ্য থেকে কত আসন হারাতে চলেছে বিজেপি। তাঁর মতে তৃতীয় দফায় উত্তরপ্রদেশে ১০টির মধ্যে ১ থেকে ৪টি আসন পেতে পারে। পশ্চিমবঙ্গে পাঁচটির মধ্যে একটিতে লড়াইয়ে আছে। বিহারে পাঁচটির মধ্যে একটি পেতে পারে বিজেপি।

কর্ণাটক-মহারাষ্ট্র

কর্ণাটক-মহারাষ্ট্র

তবে কর্ণাটকে বিজেপি ভালো ফল করতে পারে। কংগ্রেস-জেডিএস এখানে সেভাবে লড়াই দিতে পারছে না। তৃতীয় দফায় ১০টির মধ্যে বিজেপি সাতটি পেতে পারে। মহারাষ্ট্রেও বিজেপি দুটি আসন হারাতে পারে তৃতীয় দফায়। ১৪টির মধ্যে বিজেপি-জোট পেতে পারে ৬টি, কংগ্রেস-জোট পেতে পারে ৮টি।

ছত্তিশগড়-ওড়িশা

ছত্তিশগড়-ওড়িশা

ছত্তিশগড়ে বিজেপি ধাক্কা খেতে পারে। তৃতীয় দফায় সাতটি কেন্দ্র ভোট হয়েছে। এর মধ্যে ছটি পেয়েছিল বিজেপি। এবার তারা মাত্র দুটি পেতে পারে। অর্থাৎ চারটি হারাতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে সাতটির মধ্যে পাঁচটি আসন। ওড়িশাতেও বিজেপির বড় লাভ হবে না। ৬টির মধ্যে বিজেডি একটি আসন কম পেতে পারে। সেই আসনটি পেতে পারে বিজেপি।

গুজরাট-অসম

গুজরাট-অসম

তৃতীয় দফায় গুজরাটের ২৬টি আসনই ভোট হয়ে গিয়েছে। গুজরাটের গ্রামীণ এলাকায় বিজেপির খারাপ ফল হতে পারে। ২৬টি আসনই বিজেপির দখলে ছিল গতবার। এবার ১৯টি আসন বিজেপি পেতে পারে, বাকি ৭টি আসন কংগ্রেসের দখলে যেতে পারে। অসমে তৃতীয় দফায় ৪টির মধ্যে ১টি আসন বিজেপি দখলে রাখতে সম্ভবপর হরবে করেছিল।

English summary
BJP can face big loss after three phase of Lok Sabha Election 2019. Experts say BJP can get down of 60 seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X