For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোটের দাপট সত্ত্বেও বিহারে চারটি আসন জিতল বিজেপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিজি
পাটনা, ২৫ অগস্ট: একদিকে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল ও সংযুক্ত জনতা দল। অন্যদিকে একা বিজেপি। তবুও যথেষ্ট লড়াই হল। বিহার বিধানসভায় উপনির্বাচনে মহাজোট পেল ছ'টি আসন আর বিজেপি চারটি। সোমবার ১০টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে।

মূলত বিজেপি-কে ঠেকাতে বিহারে এ বার এই রামধনু জোট হয়েছিল। সংযুক্ত জনতা দলের নীতীশ কুমার আর রাষ্ট্রীয় জনতা দলের লালুপ্রসাদ যাদব এক সময় পরস্পরের কট্টর দুশমন ছিলেন। অথচ বিজেপি তথা নরেন্দ্র মোদীর জুজুতে ভয় পেয়ে পারস্পরিক আদর্শবিরোধী দুই দল মিলে গেল জোটে। সঙ্গে নিল কংগ্রেসকে। যে ভোট ভাগ হয়ে কংগ্রেস, সংযুক্ত জনতা দল ও আরজেডি-র ঝুলিতে যেত, তা একসঙ্গে মিশে যাওয়ায় তাই স্বাভাবিকভাবেই সাফল্য এসেছে সংখ্যাতত্ত্বেও নিরিখে। তিন দলের মুসলিম ভোট একত্রিত হওয়ায় ১০টি বিধানসভা আসনের ছ'টি পেয়েছে তারা।

এই মহাজোটের বিরুদ্ধে লড়তে নেমে বিজেপি ন'টি আসনে তাদের প্রার্থী দিয়েছিল। চারটিতে জয়ী হল তারা। দেখা যাচ্ছে, যদি মহাজোট না হত, তা হলে বিজেপ-ঝড়ে ওই তিনটি দল খড়কুটোর মতো উড়ে যেত। রাজনীতির পণ্ডিতরা ভেবেছিলেন, বিজেপি শূন্য হাতে ফিরবে এই উপনির্বাচনে। কিন্তু মহাজোটের ধাক্কা সামলে চার-চারখানা আসন জেতা যে তুচ্ছ ব্যাপার নয়, এখন বোঝা যাচ্ছে।

বিহারে লোকসভা ভোটে ৪০টি আসনের মধ্যে বিজেপি জোট পেয়েছিল ৩১টি আসন। নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব কার্যত প্রান্তিক শক্তিতে পরিণত হন। তার পরই কংগ্রেসের সঙ্গে মিলে মহাজোট গঠনের সিদ্ধান্ত নেন তাঁরা।

English summary
BJP bags 4 seats out of 10 in Bihar despite of Grand Alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X