For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটে মুসলিম মহিলাদের অভিনব উপায়ে প্রচারে লাগাবে বিজেপি

তিন তালাকের সম্পর্কে সচেতনতা তৈরি করতে উত্তরপ্রদেশে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

তিন তালাকের ভয়াবহতা সম্পর্কে সমস্ত মুসলমান মহিলাকে অবগত করতে ও সচেতনতা তৈরি করতে উত্তরপ্রদেশে কোমর বেঁধে নেমে পড়ল বিজেপি। নেওয়া হয়েছে অভিনব পরিকল্পনা। ১০০ জন মহিলাকে তিন তালাকের মুখ হিসাবে তুলে ধরে প্রচারে শামিল করা হচ্ছে। এই সংগঠন সারা উত্তরপ্রদেশ জুড়ে কাজ করবে বলে জানা গিয়েছে।

সঙ্গে চলবে সমীক্ষা

সঙ্গে চলবে সমীক্ষা

এই মহিলারাই নিগৃহীতদের পুনর্বাসন ও তাদের সন্তানদের কীভাবে সুরক্ষিত রাখা যায় তা দেখভালের চেষ্টা করবে। এছাড়া খুব শীঘ্রই একটি সমীক্ষা চালানো হবে সেখানে দেখা হবে, এই মুহূর্তে উত্তরপ্রদেশে ঠিক কতজন তিন তালাক পাওয়া মহিলা রয়েছেন তা বের করার চেষ্টা হবে।

নতুন রণকৌশল

নতুন রণকৌশল

২০১৯ লোকসভা ভোটের আগে এভাবেই নিজেদের রণকৌশল সাজিয়ে নেমে পড়েছে বিজেপি। দলীয় সূত্রে খবর, ২০১৪ সালের ভোটেও মুসলিম পুরুষদের চেয়ে মহিলারা বিজেপিকে বেশি ভোট দিয়েছিলেন। এবারও সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে গেরুয়া শিবির। সংখ্যালঘু মহিলা মোর্চার সচিব নাজিয়া আলম এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন।

[আরও পড়ুন:মহারাষ্ট্রে বিজেপিকে ঠেকাতে আসন ভাগাভাগি করে নিল কংগ্রেস-এনসিপি ][আরও পড়ুন:মহারাষ্ট্রে বিজেপিকে ঠেকাতে আসন ভাগাভাগি করে নিল কংগ্রেস-এনসিপি ]

সমাজের মূল স্রোতে ফেরানোই লক্ষ্য

সমাজের মূল স্রোতে ফেরানোই লক্ষ্য

রাজনৈতিক দল হিসাবে বিজেপি এই ঘটনায় এগিয়ে এলেও অনেকেই এই ঘটনায় ইতিবাচকতা লক্ষ্য করেছেন। তিন তালাকের ফলে সমাজ বিচ্ছিন্ন মহিলাদের জীবনকে মূলস্রোতে ফিরিয়ে দেওয়ার থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। মহিলাদের সরকারি যোজনার সঙ্গে যুক্ত করার প্রয়াসও করা হবে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় স্কিল ডেভেলপমেন্টের ওপরে জোর দেওয়া হবে। মূল উদ্দেশ্যে তাদের জীবন-জীবিকাকে সুনিশ্চিত করা।

[আরও পড়ুন:প্রধানমন্ত্রী মোদীকে 'অ্যানাকোন্ডা সাপ' বলে আক্রমণ অন্ধ্রের মন্ত্রীর][আরও পড়ুন:প্রধানমন্ত্রী মোদীকে 'অ্যানাকোন্ডা সাপ' বলে আক্রমণ অন্ধ্রের মন্ত্রীর]

English summary
BJP to appoint around 100 Muslim women as ‘teen talaq pramukhs’ across Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X