For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Uttarakhan Poll 2022: মুখ্যমন্ত্রী পদের জন্য জনপ্রিয় হরিশ রাওয়াত, বিজেপি-কংগ্রেসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

Uttarakhan Poll 2022: মুখ্যমন্ত্রী পদের জন্য জনপ্রিয় হরিশ রাওয়াত, বিজেপি-কংগ্রেসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

Google Oneindia Bengali News

উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তাতে দেখা যাচ্ছে উত্তরাখণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই দেবে কংগ্রেস এবং বিজেপি। এদিকে মুখ্যমন্ত্রী পদে জনপ্রিয়তার তালিকায় রয়েছে কংগ্রেসের হরিশ রাওয়াত। ২০১৭ সালে উত্তরাখণ্ডে বিজেপির জয় মসৃণ হলেও উত্তরাখণ্ডে সেটা কোনও ভাবেই সম্ভব হবে না বলে মনে করছে সমীক্ষা রিপোর্ট।

উত্তরাখণ্ডে কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই

উত্তরাখণ্ডে কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কংগ্রেস এবং বিজেপির মধ্যে কড়া টক্কর হবে বলে মনে করছে সমীক্ষা। বিজেপি উত্তরাখণ্ডে ক্ষমতায় থাকলেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। কংগ্রেসের ভোট বাড়ছে সেখানে। লোকসভা উপনির্বাচনেই তার প্রমাণ মিলেছে। মুখ্যমন্ত্রীর নিজের এলাকাতেই হেরেছে বিজেপি। তার উপরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হতে শুরু করেছে। পরপর তিনবার মুখ্যমন্ত্রী বদলেই তার ইঙ্গিত মিলেছে।

কটা আসন পেতে পারে বিজেপি

কটা আসন পেতে পারে বিজেপি

উত্তরাখণ্ডের গারোয়াল এলাকার ৪১টি আসনের মধ্যে ৪৩ শতাংশ ভোট পেতে পারবে বিজেপি। আর কংগ্রেসের ভাগে জুটবে ৩৮ শতাংশ ভোট। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পাবে ১৪ শতাংশ ভোট। আর ৫ শতাংশ ভোট যাবে অন্যান্য দলের। গারোয়াল এলাকায় ২২ থেকে ২৪টি আসন পাবে বিজেপি। কংগ্রেস বিজেপির পরে থাকলেও ১৫ থেকে ১৭টি আসন পাবে। যদি সমগ্র রাজ্যের হিসেব করা হয় তাহলে ৩১ থেকে ৩৫টি আসন পাবে বিজেপি। কংগ্রেস পাবে ৩৩ থেকে ৩৭টি আসন। আপ পেতে পারে ২টি আসন। আর অন্যান্যরা পাবে ১টি আসন।

মুখ্যমন্ত্রী কাকে চান উত্তরাখণ্ডবাসী

মুখ্যমন্ত্রী কাকে চান উত্তরাখণ্ডবাসী

বিজেপি ক্ষমতায় থাকলেও মুখ্যমন্ত্রী হিসেবে কিন্ত কংগ্রেসের হরিষ রাওয়াতকেই বেশি পছন্দ উত্তরাখণ্ডবাসীর। সমীক্ষা বলছে উত্তরাখণ্ডের ৪৩ শতাংশ মানুষ চাইছেন হরিশ রাওয়াতকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে। বিজেপির মুখ্যমন্ত্রী ধামির জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। মাত্র ২৩ শতাংশ মানুষ চাইছেন ধামি মুখ্যমন্ত্রী হোক আরেকরার। এছাড়াও মুখ্যমন্ত্রী মুখের লড়াইয়ে রয়েছেন বিজেপির অনিল বালুনি। ১৭ শতাংশ মানুষ চাইছেন তাঁকে। আপের কর্নেল অজয় কোঠিয়ালও রয়েছেন এই লড়াইয়ে। সেক্ষেত্রে মাত্র ৮ শতাংশ মানুষের মত রয়েছে তাঁর সঙ্গে।

কুনায়ুন অঞ্চলেও এগিয়ে কংগ্রেস

কুনায়ুন অঞ্চলেও এগিয়ে কংগ্রেস

ভোট সমীক্ষা বলছে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে বিজেপি ৯-১০টি আসন পেতে পারে। কংগ্রেস ১৮ থেেক ২০টি আসনে জিতবে। বাকিরা পাবে ১টি আসন। তবে বিজেপির জনপ্রিয়তায় আঘাত লাগলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কিন্তু কোনও অংশে কমেনি। এখন উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পছন্দ করেন ৭৯ শতাংশ মানুষ। অন্যদিকে কংগ্রেসের রাহুল গান্ধীকে পছন্দ করেন ১৪ শতাংশ মানুষ। কাজেই মোদীকে সামনে রেখে লড়লে বিজেপি অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

English summary
Uttarakhand assembly election update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X