For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জয়জয়কার হবেহরিয়ানায়! কংগ্রেসের ভরাডুবির আভাস এবিপি-সি ভোটারের

হরিয়ানা বিধানসভা নির্বাচনের বিপুলভাবে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এই রাজ্যে সিংহভাগ আসন দখল করবে।

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানা বিধানসভা নির্বাচনের বিপুলভাবে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এই রাজ্যে সিংহভাগ আসন দখল করবে। রাজ্যে ভোটের আর দুদিন বাকি। তার আগে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় উঠে এল সম্ভাব্য ফল। হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় হরিয়ানা

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় হরিয়ানা

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। ২০১৪ সালের থেকে ২০১৯-এ বিজেপি বিপুল জনাদেশ পেতে চলেছে বলে আভাস। এবি নিউজ-সি ভোটারের সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে, গেরুয়া বাহিনী সিংহভাগ আসনে বিজয়ী হবে।

কতগুলি আসন পাবে বিজেপি

কতগুলি আসন পাবে বিজেপি

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। ৯০টির মধ্যে বিজেপি পেতে পারে ৮৩টি আসন। ভোটের দিনক্ষণ ঘোষণার পর এই সমীক্ষার দাবি ছিল বিজেপি পেতে পারে ৭৮টি। ভোটের আগে তা বেড়ে হয়েছে ৮৩।

কংগ্রেস ও অন্যান্যরা পাবে কটি

কংগ্রেস ও অন্যান্যরা পাবে কটি

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের ভরাডুবি হবে এই রাজ্যে। এবার অস্তিত্ব সংকটে পড়তে চলেছে কংগ্রেস। মাত্র তিনটি আসন তারা জিততে পারে। অন্যান্যরা পেতে পারে সাকুল্যে চারটি আসন। প্রথম সমীক্ষায় কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা ৮ দেখিয়েছিল এই সমীক্ষা।

ভোট শতাংশে কে কত

ভোট শতাংশে কে কত

সি-ভোটারের সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের ৪৭ শতাংশ মানুষ বিজেপির পক্ষে মতদান করেছে। তাঁরা চাইছেন ফের বিজেপি ক্ষমতায় ফিরে আসুক। মনোহরলাল খট্টরের পক্ষেই সওয়াল করেছেন হরিয়ানার সিংহভাগ মানুষ। কংগ্রেসের পক্ষে মত ব্যক্ত করেছেন মাত্র ২১ শতাংশ মানুষ। অন্যান্যরা পাবে ৩১ শতাংশ ভোট। ফলে এ রাজ্যে বিজেপির ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।

গতবারের নির্বাচনের ফল

গতবারের নির্বাচনের ফল

হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৭টি আসন। কংগ্রেস মাত্র ১৫টি আসনে জিততে সমর্থ হয়েছিল। ১৯টি আসনে জয়ী হয়েছিল আইএনএলডি। কংগ্রেসের ফল এবার আরও খারাপ হবে বলে ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।

English summary
BJP allied NDA beats Congress in Haryana according to ABP News-C Voter survey. BJP will win most of the seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X