For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণের শেষরাজ্যে ৫ আসনে লড়বে বিজেপি, জয়ললিতার দলরে সঙ্গে জোট বাধার পর ঘোষণা

সমস্ত জল্পনার শেষ। দক্ষিণের শেষ রাজ্য তামিলনাড়ুতে ৫টি আসনেই লড়াই করবে বিজেপি। এআইএডিএমকে-র সঙ্গে জোট ঘোষণার পর একথা জানানো হয়েছে। বাকি আসনে লড়াই করবে এআইএডিএমকে ও পিএমকে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

সমস্ত জল্পনার শেষ। দক্ষিণের শেষ রাজ্য তামিলনাড়ুতে ৫টি আসনেই লড়াই করবে বিজেপি। এআইএডিএমকে-র সঙ্গে জোট ঘোষণার পর একথা জানানো হয়েছে। বাকি আসনে লড়াই করবে এআইএডিএমকে ও পিএমকে। তামিলনাড়ুতে ৩৯টি লোকসভা আসন রয়েছে। এছাড়া পদুচেরির একটি লোকসভা আসন ধরলে এই সংখ্যাটা ৪০-এ পৌছয়।

দক্ষিণের শেষরাজ্যে ৫ আসনে লড়বে বিজেপি, জয়ললিতার দলরে সঙ্গে জোট বাধার পর ঘোষণা

জোট ঘোষণার বৈঠকে ঠিক হয়েছে লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বিধানসভার কয়েকটি আসনের উপনির্বাচনেও এই জোট বজায় থাকবে। মঙ্গলবার সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তামিলনাড়ু। এমনকী দিল্লির রাজনৈতিক মহলেও খোঁজ চলছিল যে আসন রফার বিষয়টি কেমন হয় তা জানতে।

টুকিটাকি আলোচনা ও কথা বলার পর জোটের কথা ঘোষণা করা হয়। লোকসভা ভোটে এআইএডিএমকে-র সঙ্গে জোট যে হচ্ছে তা অনেকটাই পরিষ্কার ছিল। শুধুমাত্র আসন শেয়ারিং-এর জন্য থমকে ছিল এই ঘোষণা। মঙ্গলবার চেন্নাইয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল যিনি নির্বাচনে বিজেপি তামিলনাড়ু-র দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণন, বিজেপি-র রাজ্য সভাপতি তামিলিসাই সুন্দররাজন-দের সঙ্গে আসন সমঝোতাটা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করেন এআইএডিএমকে-র যুগ্ম আহ্বায়ক তথা মুখ্যমন্ত্রী এড়াপাড়ি কে পালানিস্বামী এবং এআইএডিএম-কের আহ্বায়ক তথা উপমুখ্যমন্ত্রী পনিরসিলভম।

[আরও পড়ুন:মনমোহনের আমলে শান্ত ছিল কাশ্মীর! পুলওয়ামা-কাণ্ডে মন্তব্য মোদী সরকারের মন্ত্রীর][আরও পড়ুন:মনমোহনের আমলে শান্ত ছিল কাশ্মীর! পুলওয়ামা-কাণ্ডে মন্তব্য মোদী সরকারের মন্ত্রীর]

জোটের কথা ঘোষণা করতে গিয়ে পীযূষ গোয়েল বলেন, 'সব দল একসঙ্গে কাজ করবে এবং এতে এনডিএ আরও শক্তিশালী হবে।' তামিলনাড়ু ও পদুচিরির মোট ৪০ টি আসনই এই জোট পাবে বলেও দাবি করেন গোয়েল। এই জোট ঘোষণার আগে এদিন এআইএডিএমকে-র সঙ্গে জোট বাধার কথা ঘোষণা করে পিএমকে। তিন দলের এই জোটের হার্ডল ডিএমকে ও কংগ্রেস কীভাবে পার করে সেটাই এখন দেখার।

English summary
BJP will contest in five seats in Tamil Nadu in Loksabha Election 2019, this decision has come out after BJP has announced the alliance with AIADMK on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X