For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেহুল চোকসহিকে সোনা আমদানিতে সাহায্য করেছে কংগ্রেস! অভিযোগ বিজেপির

২০১৩ -তে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার সোনা আমদানির স্কিম সাহায্য করেছিল মেহুল চোকসহির গীতাঞ্জলি গ্রুপকে। যে স্কিমের জন্য দায়ী করা যায় তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। অভিযোগ বিজেপির

  • |
Google Oneindia Bengali News

২০১৩ -তে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার সোনা আমদানির স্কিম সাহায্য করেছিল মেহুল চোকসহির গীতাঞ্জলি গ্রুপকে। যে স্কিমের জন্য দায়ী করা যায় তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। এমনটাই অভিযোগ করল বিজেপি।

মেহুল চোকসহিকে সোনা আমদানিতে সাহায্য করেছে কংগ্রেস! অভিযোগ বিজেপির

২০১৩-র অগাস্টে কেন্দ্রের তরফে সোনা আমদানিতে ৮০:২০ স্কিম চালু করে তৎকালীন কেন্দ্রের ইউপিএ সরকার। ২০১৪-র নভেম্বরে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই নীতি প্রত্যাহার করে নেয়। ২০১৪-র লোকসভা নির্বাচনের ফলাফলের দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাতটি কোম্পানিকে সোনা আমদানিতে ৮০:২০ নীতির সুযোগ দিয়ে আশীর্বাদ করেন বলে অভিযোগ করেছে বিজেপি। এই সাতটি কোম্পানির একটি হল গীতাঞ্জলি।

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, চিদাম্বরম এবং রাহুল গান্ধীকে উত্তর দিতে হবে কেন ভোটের ফল প্রকাশের দিনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। চিদাম্বরম নিজের জন্য কিছু না করলেও, এই কাজে তার আশীর্বাদ ছিল বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

গত সপ্তাহের পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করেন বিজেপি সদস্যরা। অর্থমন্ত্রকের আধিকারিকরা পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে ওই স্কিমের যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করবেন বলেই সূত্রের খবর। বিজেপি সদস্যরা অভিযোগ করেছিলেন এই স্কিমের অপব্যবহার করেছেন মেহুল চোকসহি। যিনি পিএনবির প্রতারণার সঙ্গেও যুক্ত।

ক্যাগ রিপোর্টেও স্কিমটি সম্পর্কে উল্লেখ করা হয়েছে।

English summary
BJP accuses P Chidambaram of helping Mehul Choksi's Gitanjali Group through gold import scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X