For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীর লড়াকু জীবনকাহিনী এ বার চীনা ভাষাতেও

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ২৩ জুলাই: দেশের সীমানা ছাড়িয়ে বিদেশও আলোড়িত নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায়। এ বার চীনা ভাষায় প্রকাশিত হল তাঁর জীবনী। চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া স্টাডি সেন্টার এটি প্রকাশ করেছে।

এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় জননেতা যদি কেউ থাকেন, তিনি নরেন্দ্র মোদীই। যিনি প্রথম জীবনে চা বিক্রি করতেন, তিনি আজ দেশের প্রধানমন্ত্রী। এই উত্থান যেন রূপকথার নায়কের মতো। তাই তাঁর জীবনের নানা কাহিনী নিয়ে বই লেখেন বিজেপি সাংসদ তরুণ বিজয়। 'মোদী: ইনক্রেডিবল এমার্জেন্স অফ আ স্টার' শীর্ষক বইটি চীনা ভাষায় প্রকাশিত হওয়ার পর সে দেশের বাজারে এসেছে। শুরুতেই ভালো বিক্রি হচ্ছে। গতকাল বইটি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয় প্রকাশকদের তরফে। ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি এবং বেঙ্কাইয়া নাইডু।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল বইটি প্রকাশের আগে একটি বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, "সমসাময়িক ভারতকে জানতে বইটি জানলার কাজ করবে। পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও মজবুত হবে।"

ওয়াকিবহাল মহলের মতে, গুজরাত দাঙ্গার জুজু দেখিয়ে বিরোধীরা বারবার তাঁর নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে চেয়েছে। লোকসভা ভোটে নরেন্দ্র মোদী তথা বিজেপি বিপুল ভোটে জেতায় প্রমাণ হয়েছে, মানুষ সেই কুৎসায় কান দেয়নি। চীনা ভাষায় তাঁর জীবনী প্রকাশ হওয়ার পর বোঝা গেল, আন্তর্জাতিক মহলও এই মানুষটিকে জানতে চায় ও তাঁর জীবন সংগ্রাম থেকে শিখতে চায় অনেক কিছু।

গত ১৬ মে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর চীনের সব সংবাদপত্রে প্রথম পাতায় নরেন্দ্র মোদীর ছবি-সহ খবর বেরিয়েছিল। জীবনী প্রকাশের খবরও সে দেশের খবরের কাগজগুলিতে ফলাও করে ছাপা হয়েছে।

English summary
Biography of Narendra Modi released in Chinese language
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X