For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীমাক্ষেত্রে এফডিআইয়ের বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ সংসদে

  • |
Google Oneindia Bengali News

বীমা ক্ষেত্রে এফডিআই বৃদ্ধির পরিমাণ সংক্রান্ত বিল এদিন পাশ হয়ে গেল সংসদে। প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা এফডিআই যাতে বীমা ক্ষেত্রে বাড়ানো যায়, তার জন্য আগেই প্রস্তাবের বার্তা এসেছিল নির্মলা সীতারমনের দফতরের সূত্রে। আর এদিন বীমাক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশ পর্যন্ত হয়েছে।

বীমাক্ষেত্রে এফডিআইয়ের বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ সংসদে

নির্মলা সীতারমনের হাত ধরে সংসদে আসা এই বিল আর্থিক ক্ষেত্রে বহু সংকট মেটাবে বলে আশা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর হাত ধরে বীমাকারীরা আরও বিনিয়োগ করতে পারবেন বলে মনে করা হচ্ছে। এর আগে এই বিল রাজ্য সভায় পাশ হয়েছে। এর হাত ধরে আর্থিক ক্ষেত্রে বাড়তি বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে। সীতারমন জানান,আইআরডিএআইয়ের সঙ্গে কথা বলেই এবং বহুবিধ আলোচনা হওয়ার পরই এমন সিদ্ধান্তের পথে এগিয়েছে কেন্দ্র।

নির্মলা সীতারমনের মতে, বীমা ক্ষেত্রে এফডিআই তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে সরকারের বড়সড় সিদ্ধান্তের পর। এর আগে বীমা ক্ষেত্রে এফডিআই ছিল ২৬ শতাংশ। তারপর তা বেড়ে ৪৯ শতাংশ হয়েছে। এরপর তা বেড়ে ৭৪ শতাংশ করা হল। ২০১৫ সালের পর খথেকে বীমাক্ষেত্রে এফডিআই ২৬ হাজার কোটি টাকা হয়েছে। নির্মলা সীতারমন জানান, গত ৫ বছরে এই সেক্টর ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।তবে বীমা সংস্থাগুলির পরিস্থিতি নিয়ে সীতারমন বলেন, যদি মূলধনে সমস্যা থেকে থাকে তাহলে চাপ থাকবে। তবে সরকারের নয়া নীতিতে সেই সমস্যা ঘুচতে পারে বলে জানালেন নির্মলা। তবে বীমা ক্ষেত্রে সমস্যা বৃদ্ধিক নেপথ্যে কোভিড পরিস্থিতিও যে রয়েছে , তা জানাতে ভোলেননি তিনি।

English summary
Bill to increase FDI in insurance sector gets Parliament's nod
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X