For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে পাশা উল্টে গেল বিজেপির, তেজস্বীকে ডেপুটি করে নতুন সরকার গড়ছেন নীতীশ

বিহারে পাশা উল্টে গেল বিজেপির, তেজস্বীকে ডেপুটি করে নতুন সরকার গড়ছেন নীতীশ

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই সোজা রাজভবন থেকে রাবড়ি দেবীর বাড়িতে পৌঁছে গিয়েছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। সূত্রের খবর মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ছেন তিনি। আর নতুন জোট সরকারে নীতীশের ডেপুটি হচ্ছে তেজস্বী যাদব। বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে আরজেডি। কেবল মাত্র বিজেপির দমেই বিহারে সরকার গড়েছিলেন নীতীশ। কিন্তু এনডিএ জোটে বেশি দিন থাকা হল না নীতীশের। বিজেপির মূল উদ্দেশ্য আগেই আঁচ করে ফেলেছিলেন নীতীশ কুমার।

ডেপুটি হচ্ছে তেজস্বী

ডেপুটি হচ্ছে তেজস্বী

শেষ পর্যন্ত মহাজোটেই ফিরে আসতে বাধ্য হলেন নীতীশ। এনডিএ-র সঙ্গে জোট বেশি দিন টিকল না। পুরনো বন্ধু লালু প্রসাদ যাদবের হাত ধরেই নতুন করে সরকার গঠনের তোরজোর শুরু করে দিয়েছেন তিনি। সেকারণে রাজভবনে পদত্যাগ পত্র জমা দিয়েই তিনি ছুটে গিয়েছেন রাবড়ি দেবীর বাড়িতে। সেখানে ছিলেন তেজস্বী যাদব। সূত্রের খবর তেজস্বী যাদবকে উপমুখ্যমন্ত্রী করে নতুন করে সরকার গড়তে চলেছেন নীতীশ। আগেই কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল নীতীশ কুমার যদি মহাজোটের সঙ্গে হাত মেলান তাহলে তিনিই থাকবেন মুখ্যমন্ত্রী।

বিজেপির সঙ্গ ত্যাগ

বিজেপির সঙ্গ ত্যাগ

বিজেপির সঙ্গ ত্যাগ করার আগে বিস্ফোরক অভিযোগ করেছেন নীতীশ কুমার। পাটনায় নিজের বাসভবনে বৈঠকে দলীয় বিধায়কদের তিনি বলেেছন বিজেপি কোনওদিন তাঁদের সম্মান দেয়নি। বিজেপি কেবল তাঁদের ক্ষতি করার চেষ্টা করছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই জেডিইউ থেকে পদত্যাগ করেন প্রথম সারির নেতা। তার পরেই টনক নড়ে নীতীশের। তড়ি ঘড়ি বিজেপির সঙ্গ ত্যাগ করার চেষ্টা শুরু করেন তিনি। এক কথায় তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে এনডিএ জোট থেকে বেরিয়ে এসেছেন নীতীশ কুমার।

মহারাষ্ট্র মডেল ফেল

মহারাষ্ট্র মডেল ফেল

মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতন ঘটানোর পরেই একাধিক রাজ্যে সেই মডেলেই হাঁটার পরিকল্পনায় রয়েছে বিজেপি। বিহারে নিজেদের জোট সরকার থাকলেও বিরোধীদের অস্তিত্ব নির্মুল করতেই একপ্রকার জেডিউ শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা করছিল বিজেপি। সেই কৌশল জানতে পেরেই হয়তো পাল্টা চালে বিজেপিকে মাৎ দিয়েছেন নীতীশ কুমার। এক কথায় বিজেপিেক নীতীশ বুঝিয়ে দিয়েছেন বিহারের রাজনীতি সহজ হবে না তাঁদের কাছে। মহারাষ্ট্রের কৌশল সব জায়গায় খাটবে না।

বিহার হাত ছাড়া বিজেপি

বিহার হাত ছাড়া বিজেপি

অতি চালাকি করতে গিয়ে বিহার হাতছাড়া হল বিজেপির। লোকসভা ভোটের আগে একটা বড় রাজ্যের ভোটার হাতছাড়া হল। ড্যামেজ কন্ট্রোলের অনেক চেষ্টাই করেছেন মোদী শাহরা। গতকাল রাতেই ফোন করেছিলেন অমিত শাহ। সকাল হতে না হতেই আবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জেপি নাড্ডা নীতীশ কুমারকে ফোন করেন। কিন্তু বরফ গলেনি। নিজের সিদ্ধান্তেইঅটুট থেকেছেন নীতীশ কুমার।

রাজনীতির হাওয়া মোরগ নীতীশ! দুর্নীতির অভিযোগে ২০১৭-তে জোট ছেড়ে ফের তেজস্বীর সঙ্গে রাজনীতির হাওয়া মোরগ নীতীশ! দুর্নীতির অভিযোগে ২০১৭-তে জোট ছেড়ে ফের তেজস্বীর সঙ্গে

English summary
Nitish Kumar will form government in Bihar with the support of RJD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X