For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মোদীকে টার্গেট করা জঙ্গি মডিউলের পর্দা ফাঁস! বিহার থেকে গ্রেফতার প্রাক্তন পুলিশকর্মী-সহ দুই

প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) ওপরে হামলার (arttack) পরিকল্পনার অভিযোগ। পটনায় একটি জঙ্গি (terror) মডিউলের পর্দা ফাঁস করার দাবি করেছে বিহার (bihar) পুলিশ (police)। সেখান থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) ওপরে হামলার (arttack) পরিকল্পনার অভিযোগ। পটনায় একটি জঙ্গি (terror) মডিউলের পর্দা ফাঁস করার দাবি করেছে বিহার (bihar) পুলিশ (police)। সেখান থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের আরও দাবি এই মডিউলটি ২০৪৭-এর মধ্যে ভারতকে ইসলামি রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনাও করেছিল।

বিহারেই প্রশিক্ষণ

বিহারেই প্রশিক্ষণ

প্রধানমন্ত্রী মোদীর ১২ জুলাইয়ের সফরকে লক্ষ করে চক্রান্ত করা হয়েছিল। সফরের ১৫ দিন আগে ফুলওয়ারি শরিফে সন্দেহভাজ দুই ব্যক্তি পারভেজ ও জালালউদ্দিনের প্রশিক্ষণ হয়েছিল বলে দাবি। এছাড়াও কীভাবে প্রধানমন্ত্রীর ওপরে হামলা করা হবে তা নিয়ে আলোচনা করতে তারা ৬ ও ৭ জুলাই বৈঠক করে। সন্দেহভাজনজের ফুলওয়ারি শরিফ অফিসে তল্লাশি অভিযানও চালায় বিহার পুলিশ।

২০২৭-এর মধ্যে ভারতকে ইসলামি রাষ্ট্র করার পরিকল্পনা

২০২৭-এর মধ্যে ভারতকে ইসলামি রাষ্ট্র করার পরিকল্পনা

বিহার পুলিশের তরফে দাবি করা হয়েছে, অভিযানের সময় পুলিশ যেসব অপরাধমূলক নথি পেয়েছে, তার মধ্যে রয়েছে ভারতকে ইসলামি রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা সংক্রান্ত নথিও। যে নথি পাওয়া গিয়েছে, তার শিরোনা
2047-ইন্ডিয়া টুওয়ার্ডস রুল অফ ইসলামিক ইন্ডিয়া। অভিযুক্তদের কাছ থেকে ২৫ টি পিএফআই পাফফ্লেটও উদ্ধার করা হয়েছে।

ইন্টেলিজেন্স ব্যুরোর দেওয়া তথ্য থেকে অভিযান

ইন্টেলিজেন্স ব্যুরোর দেওয়া তথ্য থেকে অভিযান

জানা গিয়েছে, ইন্টেলিজেন্স্য ব্যুরোর তরফে তথ্য দেওয়া হয়, সম্ভাব্য একটি জঙ্গি মডিউল পটনার ফুলওয়ারি শরিফ এলাকায় কাজ করছে। সেই মতো রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলি ১১ জুলাই নয়া টোল এলাকায় অভিযান চালায়। এরপর সেখান থেকে পারভেজ ও জালালউদ্দিন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে তারা। তদন্তে জানা গিয়েছে, সেখানে যেসব যুবক যেতে তারা কেরল, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু-সহ অন্য রাজ্যগুলিতে থেকে যেত। তদন্তকারীদের আরও দাবি, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তারা বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক-সহ বিভিন্ন ইসলামিক দেশ থেকে অর্থ সাহায্য পেত।

গ্রেফতার হওয়াদের একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী

গ্রেফতার হওয়াদের একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেফতার হওয়া জালালউদ্দিন ঝাড়খণ্ডের একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তার এবং অপর গ্রেফতার হওয়া ব্যক্তি পারভেজের সঙ্গে পিএফআই-এর সম্পর্ক রয়েছে। তদন্তকারীদের আরও দাবি
জালালউদ্দিন এর আগে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্টস অফ ইন্ডিয়ার (সিমি) সঙ্গে যুক্ত ছিল।

ফুলওয়ারি শরিফের সহকারী পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি স্থানীয়দের শেখাত কীভাবে তরবারি ও ছুরি ব্যবহার করতে হয়। এছাড়াও তারা সাম্প্রদায়িক হিংসার ব্যাপারেও উস্কানি দিত বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযুক্তরা পটনার হোটেলে থাকার সময় নাম পরিবর্তন করে পরিচয় গোপন করত বলে প্রমাণ পেয়েছে পুলিশ।

প্রাইভেট জেটে সিঙ্গাপুর রওনা গোতাবায়া! ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চাইলেও বল প্রয়োগে রাজি নয় শ্রীলঙ্কান বাহিনীপ্রাইভেট জেটে সিঙ্গাপুর রওনা গোতাবায়া! ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চাইলেও বল প্রয়োগে রাজি নয় শ্রীলঙ্কান বাহিনী

English summary
Bihar Police arrests two of a terror modile in connection with planning to target PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X