For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার বিধানসভা নির্বাচন ২০২০ -র ভোটের ফলাফল কবে প্রকাশ্যে আসবে! একনজরে জরুরি কিছু তথ্য

বিহার বিধানসভা নির্বাচন ২০২০ -র ভোট গণনার দিন কবে?একনজরে জরুরি কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে বিহার নির্বাচনের রণদুন্দুভি বেজে গেল। কোভিড পরিস্থিতিতে বিহারের বিধানসভা নির্বাচনই দেশে প্রথম ভোট পর্যায়। ২৪৩ আসনের বিহার নির্বাচন নিয়ে এবার দিনক্ষণ নিয়ে কোন কোন তথ্য উঠে আসতে শুরু করল দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক বিহার নির্বাচনে ভোট গণনার দিন।

প্রথম পর্যায়ের ভোট

প্রথম পর্যায়ের ভোট

বিহারে এবার ৩ পর্যায়ে ভোট গ্রহণ হবে। প্রথম পর্যায়ের ভোটের নোটিফিকেশন জারি হবে ১ অক্টোবর। ৮ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভোট সংগঠিত হবে ২৮ অক্টোবর। ১২ অক্টোবরের মধ্যে মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন।

 প্রথম পর্যায়ের ভোট ঘিরে কিছু তথ্য

প্রথম পর্যায়ের ভোট ঘিরে কিছু তথ্য

৭১ টি বিধানসভা এলাকা প্রথম পর্যায়ের ভোটে অন্তর্ভূক্ত হবে। এরমধ্যে ১৬ টি জেলা থাকবে। এই জেলাগুলির মধ্যে অনেকটিই মাও অধ্যুষিত এলাকায় । ৩১০০০ পোলিং স্টেশন থাকছে প্রথম পর্যায়ের ভোটে।

 দ্বিতীয় পর্যায়ের ভোট

দ্বিতীয় পর্যায়ের ভোট

দ্বিতীয় পর্যায়ের ভোটের নোটিফিকেশন ৯ অক্টোবর দেওয়া যাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর। মনোনয়ন তুলে নেওয়ার শেষ তারিখ ১৯ অক্টোবর। ভোট গ্রহণ হবে ৩ রা নভেম্বর।

 দ্বিতীয় পর্যায়ের ভোট ঘিরে কিছু তথ্য

দ্বিতীয় পর্যায়ের ভোট ঘিরে কিছু তথ্য

মোট ১৭ টি জেলা নিয়ে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ সম্পন্ন হবে । সেখানে ৯৪ টি বিধানসবা নির্বাচনী এলাকা থাকছে। পাশাপাশি ৪২০০০ পোলিং স্টেশন থাকছে।

 তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ

তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ

১৩ অক্টোবর তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের নোটিফিকেশনের তারিখ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর। মনোনয়ন তুলে নেওয়ার শএষ তারিখ ২৩ অক্টোবর। ভোচ গ্রহণ ৭ নভেম্বর।

 তৃতীয়পর্যায়ের ভোট ঘিরে কিছু তথ্য

তৃতীয়পর্যায়ের ভোট ঘিরে কিছু তথ্য

তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণে বিহারের ১৫ টি জেলা থাকবে। ৭৮ টি নির্বাচনী ক্ষেত্র নিয়ে এখানে ভোট গ্রহণ হবে।৩৩,৫০০ টি পোলিং স্টেশন থাকছে এখানে।

 ভোটের ফলাফল কবে?

ভোটের ফলাফল কবে?

নভেম্বরের ১০ তারিখ বিহার বিধানসবা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষিত হবে। এদিন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের প্রচারে কোনও রকমের উস্কানিমূলক মন্তব্য সহ্য করা হবে না। সোশ্যাল মিডিয়াকে ব্য়বহার করে কেউ যদি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখেন,তাঁকে কমিশন ছেড়ে কথা বলবে না।

বিহার বিধানসভা নির্বাচন ২০২০ এর ভোট ঘিরে করোনার গাইডলাইন সম্পর্কিত কমিশনের নির্দেশ একনজরেবিহার বিধানসভা নির্বাচন ২০২০ এর ভোট ঘিরে করোনার গাইডলাইন সম্পর্কিত কমিশনের নির্দেশ একনজরে

English summary
Bihar election 2020, know the date for Vote counting and other Notification
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X