For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীরে বিরোধীরা ৩৭০ ধারা লাগু করতে চাইছে.. এটা শহিদদের অপমান' বিহার থেকে দৃপ্তকণ্ঠে বার্তা মোদীর

কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে 'সিদ্ধান্ত থেকে পিছবে না সরকার'! বিহার থেকে দৃপ্তকণ্ঠে বার্তা মোদীর

  • |
Google Oneindia Bengali News

ষষ্ঠীর দিন বাংলায় আর সপ্তমীর দিন সাফ ভোজপুরিতে বক্তব্য রেখে দেবীপক্ষে দেশের রাজনীতিতে নতুন রঙ চড়ালেন নরেন্দ্র মোদী। বিহারের ভোট পারদ চড়িয়ে এদিন ৩ টি সভায় যোগ দিতে নীতীশরাজ্যে পৌঁছলেন নরেন্দ্র মোদী। এদিন সেখানে গিয়ে সাসারামের সভা থেকে কার্যত স্বভাবসিদ্ধ মেজাজে বিরোধীদের তুলোধনা করেন তিনি।

' বিহারের মানুষ সিদ্ধান্ত নিতে টালবাহানা করেনা'

' বিহারের মানুষ সিদ্ধান্ত নিতে টালবাহানা করেনা'

এদিন বিরোধীদের দিকে কটাক্ষের বাণ দেগে নরেন্দ্র মোদী বলেন, বিহারের মানুষ সিদ্ধান্ত নিতে পিছপা হন না। তাঁরা ইতিমধ্যেই এনডিএ শিবিরের পক্ষে মন তৈরি করে ফেলেছেন বলে দাবি করেন মোদী। তিনি বলেন, বিহারের মানুষের মনের ইচ্ছা প্রতিফলিত হচ্ছে বিভিন্ন ওপিনিয়ন পোল ও রিপোর্টে।

৩৭০ ধারা নিয়ে মোদীর বার্তা

৩৭০ ধারা নিয়ে মোদীর বার্তা

এদিন বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে নরেন্দ্র মোদী বলেন, দেশের ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়েছে বিরোধীরা। আর বিরোধীরা চাইছেন যে তাঁরা ক্ষমতায় এসে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেবেন। মোদী বলেন, 'দেশের ভালোর জন্য নেওয়া তাঁর সরকারের সমস্ত সিদ্ধান্তের বিরোধিতা করে এখন বিরোধীরে বিহারের মানুষের থেকে ভোট চাইছেন। সেই বিহার যেখানের সুপুত্ররা দেশের জন্য সীমান্তে আত্মত্যাগ করছেন। এটা শহিদদের প্রতি অপমান। '

সিদ্ধান্ত থেকে পিছপা হবে না...

সিদ্ধান্ত থেকে পিছপা হবে না...

এদিন মোদী সাফ ভাষায় জানিয়ে দেন যে মোদী সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার থেকে পিছপা হবে না। কাশ্মীর থেকে ৩৭০ ধারা লোপ ও সেই তলিকায় পড়ে। ফলে কোনও মতেই মোদী সরকার নিজের জায়গা বদল করবে না।

স্বার্থান্বেষী বিরোধী ও কৃষিবিল বার্তা

স্বার্থান্বেষী বিরোধী ও কৃষিবিল বার্তা

এদিন মোদী বলেন, বিরোধীরা মূলত স্বার্থান্বেষী। তাই চাষিদের হিতের জন্য আনা কৃষি বিলের বরোধীতা করছেন তাঁরা। মোদীর দাবি, যাতে দালাল আর ফোড়েরা কৃষি বিল থেকে সাহায্য পান, তার জন্য চেষ্টা করে কৃষি বিলের প্রতিবাদে নেমেছে বিরোধীরা।

'আমি সব থেকে কম বর্ণবিদ্বেষী’! রাষ্ট্রপতি নির্বাচনের আগে নিজের ঢাক নিজেই পেটালেন ট্রাম্প 'আমি সব থেকে কম বর্ণবিদ্বেষী’! রাষ্ট্রপতি নির্বাচনের আগে নিজের ঢাক নিজেই পেটালেন ট্রাম্প


দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

English summary
Bihar assembly elections 2020, Narendra Modi adresses Bihar's rally Modi says Will not go back on our decision
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X