For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামদূর্গে মোদী সুনামি কিভাবে ধাক্কা দিচ্ছে! বিহারের 'লেনিনগ্রাদ' বেগুসরাইয়ের ভোট-গণিত একনজরে

বামদূর্গে মোদী সুনামি কি ফের ধাক্কা দিতে পারবে! বিহারের 'লেনিনগ্রাদ' বেগুসরাইয়ের ভোট-গণিত একনজরে

  • |
Google Oneindia Bengali News

বিহারে দ্বিতীয়দফার ভোটে অন্যতম মূল আলোচ্য কেন্দ্র হয়ে উঠতে চলেছে বেগুসরাই। বিহারের এই এলাকায় তিনটি আসনে মহাজোটের পক্ষ থেকে লড়ছে বামদল সিপিআই। প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে, কীভাবে মোদী সুনামি তোড়ে ব্যালটে সমর্থন লাল থেকে গেরুয়ার দিকে গিয়েছে। বাম প্রার্থী কানহাইয়া কুমারের সেই হারের পর ফের একবার বেগুসরাইয়ারে ৩ আসনে লাল পতাকা উড়বে কি? কিছু পরিসংখ্যান ও তথ্য দেখে নেওয়া যাক।

বিহারে দ্বিতীয় দফার ভোট ও বেগুসরাই

বিহারে দ্বিতীয় দফার ভোট ও বেগুসরাই

বেগুসরাইয়ে মহাজোটের প্রার্থী হিসাবে তিনটি এলাকায় বাম প্রার্থীরা লড়ছেন। সিপিআই এখানে ১১ টি স্টার কেন্দ্রের মধ্যে বাখরি, তেঘরা, বাচ্ছাওয়ারাতে লড়ছে। এই তিন এলাকাই বামেদের অন্যতম ঘাঁটি হিসাবে এককালে পরিচিত ছিল। এককালে এলাকার বাম নেতা কেদার নাথ সিংয়ের হাত ধরে বেগুসরাইতে লাল রাজনীতি জাতী. রাজনীতির নজরে আসে। কেদার নাথ সিংয়ের এক বিতর্কিত মন্তব্যের পর থেকে এলাকা আরও খবরে আসে। যদিও ১৮৭২ এ বেগুসরাই মুঙ্গের থেকে আলাদা হতেই লাল শিবিরের জন্ম শুরু হয় বেগুসরাইতে।

 বেগুসাইতে ভূমিহার ভোট ও জাতপাতের রাজনীতি

বেগুসাইতে ভূমিহার ভোট ও জাতপাতের রাজনীতি

বামেদের ইস্যু ভিত্তিক রাজনীতির বাইরে থেকে বিহারের বেগুসরাইতে রাজনীতির অন্যতম চালিকা শক্তি জাতপাতের রাজনীতি। এখানে ভূমিহারদের ভোট ব্যঙ্ক সবচেয়ে ম জবুত। ১৯ লাখ ভোটারের মধ্যে ভূমিহারদের ১৯ শতাংশ ,মুসলিমদের ১৫ শতাংশ ও যাদবদের ১২ শতাংশ ভোট। কুরমিরা এখানে ৭ শতাংশ ভোটব্যাঙ্ক দখলে রেখেছে। আর এই জাতপাতের রাজনীতিকে নিজের দখলে রেখে গত ২০১৯ লোকসভা থেকে বাজিমাত করছে বিজেপি। জাতিগত ভোটব্যাঙ্ক এখানে কার্যত বিজেপির দখলে।

বেগুসরাই , বাম রাজনীতি ও মন্ত্রিত্ব

বেগুসরাই , বাম রাজনীতি ও মন্ত্রিত্ব

বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কংগ্রেসের কৃষ্ণা সিনহা। এককালে যে কংগ্রেসের বিরুদ্ধে বামেরা সরব হয়েছে, সেই কংগ্রেসের মুখ্যমন্ত্রীর অধীনে বামেদের রামচরিত্র সিং সেচ মন্ত্রী হন। রাম চরিত্রের ছেলে চন্দ্রশেখর এককালে বাবার বিরুদ্ধে গিয়ে বেগুসরাইতে সিপিআইয়ের জন্ম দেন। ১৯৬২ র ভোট চন্দ্রশেখর অনায়াসে এলাকা থেকে জিতে নেন। এরপর থেকে বিহারের বেগুসরাইয়েক তেঘরা বামেদের দূর্গ হয়ে ওঠে। চার দশক থেকে এখান থেকে বাম বিধায়করা নির্বাচিত হয়েছেন। আর সেই তেঘরা এবার ২০২০ সালের ভোটে অংশ নিচ্ছে।

বাম দূর্গকে বিজেপি নিজেদের দখলে কী করে নিল?

বাম দূর্গকে বিজেপি নিজেদের দখলে কী করে নিল?

প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বামেরা চিরকালই বেগুসরাইতে সার্বিক রাজনীতির কথা বলেছেন। তবে অঞ্চলভিত্তিক রাজনীতিতে মন দেননি। আর সেই জায়গা থেকেই বামেদের পায়ের তলা থেকে মাটি কাড়তে থাকে বিজেপি। গেরুয়া শিবির এলাকা র উচ্চবর্ণ, নিম্নবর্ণের রাজনীতি , মন্দির, সম্প্রদায় ভিত্তিক সমস্যা নিয়ে কথা বলতে শুরু করে। ফলে ভোটদাতাদের কাছে যাওয়ার সুযোগ পায়। আর সেখান থেকেই লাল ঝান্ডা সরিয়ে গেরুয়া পতাকার দর্পের উড়ান শুরু হয়।

২০১০-১০৫ সালে বিহার ভোটে বেগুসরাইতে বামেদের পরিস্থিতি

২০১০-১০৫ সালে বিহার ভোটে বেগুসরাইতে বামেদের পরিস্থিতি

এর আগে, বিহারে বিধানসভা ভোটে বেগুসরাইতে ২০১০ সালে সিপিআই বেচাওয়ারা আসনই শুধু পায়। ২০১৫ সালে সেটাও হাতছাড়া হয়। ২০১৯ সালের লোকসভায় কানহাইয়া কুমার আশা জাগিয়েও পারেননি। মোদীর সুনামিতে ধাক্কা খায় বাম দূর্গ। এবারে পরিস্থিতি কোনদিকে যায় সেদিকে তাকিয়ে বিহারের রাজনীতি।

বিহার নির্বাচন দ্বিতীয় দফা: ব্রাহ্মণ, মুসলিম-যাদব ভোটব্যাঙ্ক নিয়ে এনডিএ,বিরোধীদের পরিসংখ্যান একনজরেবিহার নির্বাচন দ্বিতীয় দফা: ব্রাহ্মণ, মুসলিম-যাদব ভোটব্যাঙ্ক নিয়ে এনডিএ,বিরোধীদের পরিসংখ্যান একনজরে

English summary
Bihar assembly elections 2020, How Begusrai seat's power baton stanched by BJP from Lefts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X