For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় বড় ধাক্কা বিজেপির, হারলেন বিদায়ী মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর

এবারের ভোটে গোয়ায় সবচেয়ে বড় ধাক্কা খেল বিজেপি বিদায়ী মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকরের হারের ফলে।

  • |
Google Oneindia Bengali News

গোয়া, ১১ মার্চ : গোয়ায় বড় ধাক্কা খেল বিজেপি। ক্ষমতাসীন দল হিসাবে ৪০টি আসনে গোয়া বিধানসভায় এক চতুর্থাংশের বেশি আসনে বিজেপি জয়লাভ করেছে। ফলে কোনওভাবেই সেরাজ্যে সরকার গঠন করতে পারবে না বিজেপি। অথচ ২০১২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করেছিল।[আঞ্চলিক দলগুলি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধুন নিজেদের সর্বনাশের কথা মাথায় রেখে ]

এবারের ভোটে গোয়ায় সবচেয়ে বড় ধাক্কা খেল বিজেপি বিদায়ী মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকরের হারের ফলে। ২০১৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর কেন্দ্রে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন বলে ইস্তফা দেন। তখন দায়িত্বে আসেন লক্ষ্মীকান্ত পারসেকর। তবে তিনি নিজের ও দলের ভরাডুবি আটকাতে পারলেন না।[(ছবি) উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল নিয়ে নেতানেত্রীদের প্রতিক্রিয়া ]

গোয়ায় বড় ধাক্কা বিজেপির, হারলেন বিদায়ী মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর

উত্তর গোয়ার মান্ডেরম বিধানসভা আসন থেকে লক্ষ্মীকান্ত পারসেকর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কংগ্রেসের দয়ানন্দ রঘুনাথের কাছে ৩৫০০ ভোটে পরাজিত হয়েছেন পারসেকর।[উত্তরপ্রদেশ সহ বাকী রাজ্যে গেরুয়া ঝড়, রাজ্যসভায় জায়গা মজবুত বিজেপির ]

২০১৪ সালের ৮ নভেম্বর মনোহর পার্রিকরের জায়গায় পারসেকর গোয়ার মুখ্যমন্ত্রী হন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকে দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে গোয়ার প্রধান হিসাবে থেকে গিয়েছেন মনোহর পার্রিকর। এই হারের দায় হিসাবে পার্রিকরের উপরেও বর্তায় কিনা সেটাই এখন দেখার।[ ১৯৫২-২০১৭ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাস একনজরে]

English summary
Bharatiya Janata party leader and Goa Chief Minister Laxmikant Parsekar who was contesting from the Manderam constituency of north Goa, has lost to Congress' candidate Dayanand Raghunath by 3,500 votes on Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X