For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একই লাইনে ৩ টি ট্রেন, এলাহাবাদের কাছে বড় দুর্ঘটনার থেকে বাঁচল ভারতীয় রেল

বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ভারতীয় রেল। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে একই লাইনে এসে পড়ে তিনটি ট্রেন। যদিও শেষ মুহুর্তের সতর্কতার জেরে রক্ষা পেয়েছেন যাত্রীরা। সিগন্যালের সমস্যার জেরেই এই বিপত্তি

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ভারতীয় রেল। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে একই লাইনে এসে পড়ে তিনটি ট্রেন। যদিও শেষ মুহুর্তের সতর্কতার জেরে রক্ষা পেয়েছেন যাত্রীরা। সিগন্যালের সমস্যার জেরেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।

এলাহাবাদের কাছে বড় দুর্ঘটনার থেকে বাঁচল ভারতীয় রেল

একই লাইনে তিন-তিনটি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার এলাহাবাদের কাছে ঘটেছে এমনই ঘটনা। দুরন্ত এক্সপ্রেস, হাতিয়া আনন্দ-বিহার এক্সপ্রেস এবং মহাবোধি এক্সপ্রেস এই লাইনে চলে আসে। সিগন্যাল সমস্যার জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান রেল আধিকারিকদের।

এক ঝলকে গত দু-মাসে সারা দেশে ট্রেন দুর্ঘটনা

  • ২৩ সেপ্টেম্বর আগ্রা ক্যান্টনমেন্টের কাছে আগ্রা-গোয়ালিয়র প্যাসেঞ্জার ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
  • ৮ সেপ্টেম্বর একই দিনে সারা দেশে তিনটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সকাল ৬.২৫-এ প্রথম দুর্ঘটনাটি হয়। উত্তরপ্রদেশের শোনভদ্রের ওবরা ড্যাম স্টেশনের কাছে জব্বলপুরগামী শক্তিপুঞ্জ এক্সপ্রেসের সাতটি কোচ লাইনচ্যুত হয়। এরপরের দুর্ঘটনাটি নয়াদিল্লি রেলস্টেশনে ঢোকার মুখে। রাঁচি-দিল্লি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাওয়ার কার লাইনচ্যুত হয়। তৃতীয় ঘটনাটি খাণ্ডালায়। মালগাড়ির দুটি ওয়াগান লাইনচ্যুত হয়।
  • ২৩ অগাস্টে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৮০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছিলেন।
  • ১৯ অগাস্ট উত্তরপ্রদেশে উৎকল এক্সপ্রেসের ১৪ টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছিল এবং ১৫৬ জন আহত হয়েছিলেন।
English summary
A big accident was averted after authorities discovered that Duronto Express, Hatia-Anand Vihar Express and Mahabodhi Express were running on the same railway track. The incident took place near Allahabad in Uttar Pradesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X