For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নকল করোনা ভ্যাকসিন থেকে সাবধান, ভারত সহ ১৯৪টি দেশকে ইন্টারপোলের নোটিশ

নকল করোনা ভ্যাকসিন থেকে সাবধান, ভারত সহ ১৯৪টি দেশকে ইন্টারপোলের নোটিশ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ভ্যাকসিন নিয়েও এবার অপরাধ দেখা দিল। ইন্টারপোলের পক্ষ থেকে বিশ্বের সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক করে জানানো হল যে অপরাধীদের নেটওয়ার্ক ইতিমধ্যেই ভুয়ো কোভিড–১৯ ভ্যাকসিন বিক্রির জন্য ইন্টারনেটে অনলাইন বা অফলাইনে বিজ্ঞাপন দিতে শুরু করেছে।

কমলা নোটিশ জারি

কমলা নোটিশ জারি

ইন্টারপোলের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ১৯৪টি সদস্য দেশকে কমলা নোটিশ পাঠানো হয়েছে এ বিষয়ে। লিওন-ভিত্তিক আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থা এজেন্সিগুলিকে ‘‌কোভিড -১৯‌ এবং ফ্লু ভ্যাকসিনের মিথ্যাচার, চুরি ও অবৈধ বিজ্ঞাপন'‌ সম্পর্কিত সম্ভাব্য অপরাধমূলক ক্রিয়াকলাপের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করে দিয়েছে। ইন্টারপোলের পক্ষ থেকে এই কমলা নোটিশ জারি করে সতর্ক করা হয়েছে যে একদল অসাধু ব্যক্তি নকল করোনার ভ্যাকসিন নিয়ে জনগণের সুরক্ষা নিয়ে খেলছে।

সিবিআই সমন্বয় করবে ইন্টারপোলের সঙ্গে

সিবিআই সমন্বয় করবে ইন্টারপোলের সঙ্গে

ভারতের পক্ষ থেকে সিবিআই এ বিষয়ে ইন্টারপোলের সঙ্গে সমন্বয় সাধন করবে বলে জানা গিয়েছে। এই নোটিশ আসার একদিন আগেই ব্রিটেন ফাইজারের করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের ওউপ ছাড়পত্র দিয়েছে। এছাড়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে অক্সফোর্ড, মর্ডেনা, স্পুটনিক ভি-এর মতো ভ্যাকসিন প্রার্থীরাও।

 ভ্যাকসিন সরবরাহে নিরাপদ চেইন তৈরি

ভ্যাকসিন সরবরাহে নিরাপদ চেইন তৈরি

ইন্টারপোল পুলিশকে ভ্যাকসিন সরবরাহের নিরাপদ চেইন তৈরি করতে বলেছে এবং এ ধরনের অসাধু ওয়েবসাইটকে চিহ্নিত করতে বলেছে যেখানে জরুরি পণ্যের এরকম ভুয়ো বিক্রি চলছে। ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জুর্গেন স্টক এক বিবৃতিতে বলেন, ‘‌অপরাধীদের নেটওয়ার্কগুলি জনগণের সন্দেহ তৈরি না হয় এমন সদস্যদের সঙ্গে ভুয়ো ওয়েসাইট ও মিথ্যা নিরাময়ের প্রতিশ্রুতি দিয়ে যোগাযোগের চেষ্টা করবে যা নাগরিকদের স্বাস্থ্য, এমনকী জীবনে ঝুঁকির সৃষ্টি করবে।'‌ ইন্টারপোল এও বলেছে, ‘‌এটা খুবই দরকারি যে আইন প্রয়োগকারীকে সম্ভাব্য সব রকমভাবে প্রস্তুত থাকতে হবে, যাতে যে কোনও ধরনের অপরাধমূলক কার্যক্রম এড়ানো যায়। যে কারণে ইন্টারপোল নোটিশ জারি করেছে।'‌

 ইন্টারপোলের সাইবার ক্রাইমের বিশ্লেষণ

ইন্টারপোলের সাইবার ক্রাইমের বিশ্লেষণ

জানা গিয়েছে, ইন্টারপোলের সাইবার ক্রাইম ইউনিট তাদের বিশ্লেষণ পেয়েছে যে অবৈধ ওষুধ ও চিকিৎসা ডিভাইস বিক্রয় সম্পর্কযুক্ত সন্দেহজনক অনলাইন ওষুধ সংস্থাগুলির ৩০০০ ওয়েবসাইটের মধ্যে ১৭০০টিতে সাইবার হুমকি রয়েছে।

চলছে আদর্শের জন্য লড়াই! অরাজনৈতিক মঞ্চ থেকে আর কোন বার্তা শুভেন্দু অধিকারীর চলছে আদর্শের জন্য লড়াই! অরাজনৈতিক মঞ্চ থেকে আর কোন বার্তা শুভেন্দু অধিকারীর

English summary
beware of false corona vaccine interpol send notice to 194 countries including india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X