For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসিনার সঙ্গে বৈঠকে 'বাঙালি' মোদী কোন বার্তা দিলেন! নির্বাচনের আগে 'বাংলা কার্ড' ঘিরে জল্পনা তুঙ্গে

হাসিনার সঙ্গে বৈঠকে 'বাঙালি' মোদী কোন বার্তা দিলেন! নির্বাচনের আগে 'বাংলা কার্ড' ঘিরে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

বাংলার বুকে যখন তৃণমূল -বিজেপি তুঙ্গে বিরোধিতা,তখন ঘাসফুল শিবির বারবার বিজেপির বিরুদ্ধে 'বহিরাগত' ইস্যুতে আক্রমণ শানাচ্ছে। এরই মাঝে এদিন ভারত বাংলাদেশের হাইভোল্টেজ বৈঠকে মোদী কার্যত তুরুপের তাস হিসাবে রাখলেন তাঁর বাংলা কার্ড! বেশ ভূষা থেকে বক্তব্যে বাঙালিয়ানায় মোদী দিয়ে দিলেন বড় বার্তা।

 হাইভোল্টেজ বৈঠক ও মোদী

হাইভোল্টেজ বৈঠক ও মোদী

'বিজয় দিবসের অনেক অনেক অভিনন্দন।' কাটা কাটা বাংলায় এই ভাবেই এদিন ভারত-বাংলাদেশ ভার্চুয়াল মিটের শুরুতে বক্তব্য রাখেন মোদী। এরপরই তিনি পৌষ পার্বনের শুভেনচ্ছাও বাংলা ভাষায় জানান। শুধু তাই নয়, এদিন মোদীর পরনেও ছিল বাঙালি পোশাক। ফলে আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রেক্ষাপটেও মোদীর এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে দাবি করতে শুররু করে দিয়েছেন অনেকেই।

 রবীন্দ্র সঙ্গীত থেকে কোচবিহার রাজবাড়ির ছবি

রবীন্দ্র সঙ্গীত থেকে কোচবিহার রাজবাড়ির ছবি

এর আগে মোদীর সঙ্গে উজবেকিস্তানের রাষ্ট্রপতির ভার্চুয়াল মিটে দেখা গিয়েছিল তাঁর ব্যাকগ্রাউন্ডে দক্ষিণেশ্বরের ছবি রয়েছে। এদিন প্রধানমন্ত্রীর ব্যাকগ্রাউন্ডে দেখা গেল কোচবিহার রাজবাড়ির ছবি। যা আগে সেভাবে দেখা যায়নি প্রধানমম্ত্রীর কোনও ভার্চুয়াল বৈঠকে। বৈঠকগুলিতে সাধারণত থাকতে দেখা গিয়েছে দেশের জাতীয় পতাকা। এছাড়াও ধুতি , পাঞ্জাবি পরিহিত মোদী এদিন কার্যত বাঙালিয়ানায় আরও বেশি ফোকাস করেন, বলে ধারনা অনেকের। এদিনের বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের তরফে একাধিক প্রকল্পের উদ্বোধনে বেজে ওঠে রবীন্দ্রনাথের 'একলা চল রে'।

 বাংলাদেশের প্রতি মোদীর তাবড় বার্তা

বাংলাদেশের প্রতি মোদীর তাবড় বার্তা

একদিকে যখন চিন , বাংলাদেশে বিনিয়োগের থাবা কষাচ্ছে, তখন মোদী এদিন বাংলাদেশের সঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধন করে জানান, ভারতের 'নেইবারহুড ফার্স্ট পলিসিতে' বাংলাদেশ সবসময়ই আগে স্থান পেয়েছে। ভারতের এই নীতিতে বাংলাদেশ অন্যতম স্তম্ভ।

 হাসিনার বার্তা

হাসিনার বার্তা

এদিকে, ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের কথা স্মরণ করে হাসিনা বলেন, ' বাংলাদেশের মুক্তি যুদ্ধের জন্য ভারতের সম্পূর্ণ সমর্থনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই ভারতকে। ' মূলত, এদিন ভারত -বাংলাদেশ সংযোগের নিরিখে একাদিক প্রকল্পের সূত্রপাত হয়। হলদিবাড়ি, চিলাহাটি রেল যোগাযোগের সূচনা থেকে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর সূচনা করেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা।

মহাকাশ গবেষণায় নবদিগন্ত! অবশেষে চিনের হাত ধরেই পৃথিবী ছুঁলো চাঁদের মাটি মহাকাশ গবেষণায় নবদিগন্ত! অবশেষে চিনের হাত ধরেই পৃথিবী ছুঁলো চাঁদের মাটি

English summary
Bengali card focused before west bengal poll at Modi-Hasina Meet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X