For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিশ্রুতি ভঙ্গই ওদের মুখ্য উদ্দেশ্য! লাদাখ ইস্যুতে ফের চিনের বিরুদ্ধ খড়গহস্ত জয়শঙ্কর

প্রতিশ্রুতি ভঙ্গই ওদের মুখ্য উদ্দেশ্য! লাদাখ ইস্যুতে ফের চিনের বিরুদ্ধ খড়গহস্ত জয়শঙ্কর

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে লাদাখ ইস্যুতে বরফ গলার পরিবর্তে ভারত-চিন দুই দেশের মধ্যে ক্রমেই বাড়ছে চাপানৌতর। এদিকে এমতাবস্থায় শান্তি চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে ফের চিনরে কাঠগড়ায় তুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এমনকী গত বছরের লাদাখে সেনা সংঘর্ষের জন্য চিনের দিকেই আঙুল তুললেন তিনি। এমনকী এই প্রসঙ্গে বলতে গিয়ে তাকে স্পষ্ট বলতে শোনা যায়, “ শুধুমাত্র সেনা প্রত্যাহার নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গই নয়, শান্তি চুক্তি মেনে চলতেই রাজি নয় বেজিং। তাই লাদাখের গোটা পরিস্থিতির জন্য আদপে কারা দায়ী তা জলের মতো পরিষ্কার।”

প্রতিশ্রুতি ভঙ্গই ওদের মুখ্য উদ্দেশ্য! লাদাখ ইস্যুতে ফের চিনের বিরুদ্ধ খড়গহস্ত জয়শঙ্কর

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ মেটাতে গত রবিবার ফের ভারত-চিনের মধ্যে নবম পর্যায়ের কোর কমান্ডার স্তরের বৈঠক হয়। প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় ধরে ওই বৈঠক চললেও বিশেষ কোনও রফাসূত্র বেরোয়নি বলেই জানা যাচ্ছে। এদিকে বৈঠকের রেশ মিটতে না মিটতেই জয়শঙ্করের এই বক্তব্য অন্য গন্ধ পাচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ত্রয়োদশ অল ইন্ডিয়া কনফারেন্স অফ চিনা স্টাডিসে বক্তব্য রাখতে গিয়েই এদিন চিনের বিরুদ্ধে খড়গহস্ত হন বিদেশমন্ত্রী।

পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির জন্য দুই পক্ষই চেষ্টা করছে বলেও এদিন মত প্রকাশ করেন তিনি। তবে চিনের তরফে সদিচ্ছার অভাব এবাং বর্তমান কর্মকাণ্ডের জেরেই সম্পর্কের শৈত্য আরও বেড়েছে বলেও মনে করিয়ে দেন জয়শঙ্কর। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিয়মগুলি দুই দেশের সেনাবাহিনীরই সঠিকভাবে পালন করা উচিত। হঠাৎ করে স্থিতাবস্থা পরিবর্তনের অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে চিনের সতর্ক থাকা উচিত।

English summary
Beijing has risen and fallen to break the peace! Foreign Minister S Jayashankar fired at China again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X