For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়েও বেশি জমি দখল করেছে চিন, দাবি মালদ্বীপের

ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়েও বেশি জমি দখল করেছে চিন, দাবি মালদ্বীপের

Google Oneindia Bengali News

চিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ। তিনি অভিযোগ করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা করতে পারেনি চিন তা করে দেখিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে বেশি জমি দখল করেছে চিন।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়েও বেশি জমি দখল করেছে চিন, দাবি মালদ্বীপের

মালেতে ভারত মহাসাগর কনফারেন্সে যোগ দিয়ে এমনই দাবি করেছেন তিনি। নাশিদের দাবি গত পাঁচ বছর ধরে বিপুল পরিমাণ টাকা চিন থেকে মালদ্বীপে ঢুকছে ব্যবসার জন্য। সেই টাকা বিনিয়োগ করা হচ্ছে একাধিক প্রোজেক্টে যেগুলির বাজার নেই। এই প্রোজেক্টগুলিতে টাকা ঢালছে চিনের এক্সিম ব্যাঙ্ক। সেই টাকায় ব্যবসা বাড়ানোর জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।

[আরও পড়ুন:কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব! মনোজ বর্মাকে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং][আরও পড়ুন:কিষেণজিকে খুন করেছি, তোকেও মারব! মনোজ বর্মাকে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং]

বরাত পাওয়ার জন্য পার্লামেন্টে ঘুষ দেওয়া হচ্ছে। এমনকী আইনও বদলে ফেলা হচ্ছে। তারপর ব্যবসাগুলি যখন মার খাচ্ছে তখন চিনের ব্যাঙ্ক সুদে আসলে উশুল করে নিচ্ছে সব কিছু। জমি ব্যবসা সব কিছু চলে যাচ্ছে চিনের দখলে। এই ভাবে ধীরে ধীরে মালদ্বীপের সার্বভৌমত্ব দখলে নিতে চলেছে চিন। এমনকী ভারত মহাসাগরের শান্তি পর্যন্ত কেড়ে নিচ্ছে তারা। পুরোটাই পরিকল্পিতভাবে হচ্ছে বলে দাবি করেছেন নাসিদ।

[আরও পড়ুন: এক মাসে প্রাণ গিয়েছে ৫জন কাশ্মীরবাসীর, সামনে এল নয়া তথ্য][আরও পড়ুন: এক মাসে প্রাণ গিয়েছে ৫জন কাশ্মীরবাসীর, সামনে এল নয়া তথ্য]

চারবার মালদ্বীপের প্রেসিডেন্ট পদে থেকে নাসিদ। এই সম্মেলনে যোগ দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলির সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।

English summary
Beijing has grabbed more land than the East India Company had ever done
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X