For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলির আগেই ধোঁয়াশায় ঢাকল রাজধানী, দূষণের মাত্রা বিপদসীমার ওপরেই

দীপাবলির আগেই ধোঁয়াশা ঢাকল রাজধানীকে, বাতাসে দূষণের মাত্রা গুরুতর

Google Oneindia Bengali News

দীপাবলির আগে ভয়াবহ ধোঁয়াশায় ভরে গেল দিল্লি। প্রবল দূষণের কারণে দীপাবলির আগের দিন ধোঁয়ার চাদরে ঢেকে গেল দিল্লি। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সাফার) অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ৬টায় দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৫১ ছিল বলে জানা গিয়েছে।

দীপাবলির আগেই ধোঁয়াশায় ঢাকল রাজধানী, দূষণের মাত্রা বিপদসীমার ওপরেই

সকাল থেকেই দিল্লিতে প্রবল ধোঁয়াশা দেখা দেয়। রবিবার সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে ধোঁয়াশা এতটা বেশি ছিল যে সামনের কিছু দেখা যাচ্ছিল না। দৃশ্যমানতা অনেকটা কমে গিয়েছে। গত কয়েক দিন ধরে রাজধানীতে বাতাসের মান খারাপ হচ্ছে। শনিবার সন্ধ্যায় সামগ্রিক দিল্লিতে একিউআই ছিল ২৬৬। শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকার বাতাসের একিউআই ছিল ৩২৭।

শূন্য থেকে ৫০ এর মধ্যে একটি একিউআই ভাল, ৫১ থেকে ১০০ সন্তোষজনক, ১০১ থেকে ২০০ মাঝারি, ২০১ এবং ৩০০ জনখারাপ, ৩০১ এবং ৪০০ জন খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ টি বাতাসের দূষণ গুরতর বলে ধরা হয়।

শীতাকালে বায়ুতে দূষণের পরিমাণ বেড়ে যায়। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই শনিবাপ বলেছেন, বায়ু দূষণ মোকাবিলায় সরকার তাদের ১৫ দফা শীতকালীন কর্মপরিকল্পনা শুরু করেছে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, বায়ু দূষণ মোকাবিলায় সরকার তাদের ১৫ দফা শীতকালীন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। রাই জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত থাকবে। পাশাপাশি খোলা জায়গায় জজ্ঞাল পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দিল্লির পরিবেশ মন্ত্রী বলেন, দিল্লির বায়ু দূষণের ৩৯ শতাংশ স্থানীয়ভাবে উৎপন্ন হয় এবং বাকিটা আসে জাতীয় রাজধানী অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা থেকে। দিল্লি সরকার আগেই বাজি ক্রয়, সঞ্চয় ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দিল্লি সরকার বাজি পোড়ানোর ওপরই নিষেধাজ্ঞা জারি করেছে। এরপরেই দিল্লি সরকারের বিরোধিতা করে বিজেপি নেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে সুপ্রিম কোর্ট দিল্লি সরকারের পক্ষে রায় দিয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, আপনারা মিষ্টি বিতরণ করুণ, প্রদীপ জ্বালান। আতস বাজি জ্বালাবেন না। আমাদের নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে দিন। বিজেপি নেতার তরফে জানানো হয়, দীপাবলির দিন বাজি পোড়ানো হিন্দুদের ঐতিহ্য। সেই ঐতিহ্যে আঘাত হানা হচ্ছে। সুপ্রিম কোর্ট যদিও দিল্লির দূষণের ওপর গুরুত্ব দিয়ে দিল্লি সরকারের নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছে।

English summary
Smog returned to Delhi before Diwali and air quality is very poor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X