For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরুর মাংসে তৈরি 'MADE IN PAKISTAN' লজেন্স বিক্রি হচ্ছে দোকানে! সাবধান করল খাদ্যদফতর

রমরমিয়ে বিক্রি হচ্ছে পাকিস্তানে তৈরি হওয়া লজেন্স! শুধু তাই নয়, ওই সমস্ত লজেন্সগুলি বিফ দিয়ে তৈরি করা হয়েছে। এমনটাই প্যাকেটে লেখা রয়েছে বলে জানা যাচ্ছে। রাজস্থানের উদয়পুর জেলার একাধিক দোকানে এমন লজেন্স বিক্রি হচ্ছে। আর তা

  • |
Google Oneindia Bengali News

রমরমিয়ে বিক্রি হচ্ছে পাকিস্তানে তৈরি হওয়া লজেন্স! শুধু তাই নয়, ওই সমস্ত লজেন্সগুলি বিফ দিয়ে তৈরি করা হয়েছে। এমনটাই প্যাকেটে লেখা রয়েছে বলে জানা যাচ্ছে। রাজস্থানের উদয়পুর জেলার একাধিক দোকানে এমন লজেন্স বিক্রি হচ্ছে। আর তা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

 MADE IN PAKISTAN লজেন্স বিক্রি হচ্ছে দোকানে!

ঘটনার খবর পেয়েই এলাকাতে যান খাদ্য আধিকারিকরা।

কীভাবে সীমান্ত পেরিয়ে এই লজেন্স এভাবে দোকানে বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনকি ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উদয়পুরের একাধিক বাজারে 'মেড ইন পাকিস্তান' লজেন্স বিক্রি হচ্ছে বলে একাধিক অভিযোগ সামনে আসে। দ্রুত এই সমস্ত লজেন্স বিক্রি বন্ধ করার আবেদন জানানো হয় প্রশাসনের কাছে। আর এরপরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও বিক্রেতাদের দাবি, এই লজেন্স মুম্বই থেকে রাজস্থানে আসে। সেখান থেকে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ে। এটি দোকান থেকে অন্য দোকানে খুব সহজে ছড়িয়ে পড়ছে বলেও দাবি স্থানীয় দোকানদারদের। এই লজেন্সের নাম 'চিলি-মিলি' বলে জানা যাচ্ছে। পাকেটের উপর স্পষ্ট ভাবে লেখা রয়েছে মেড ইন পাকিস্তান। ঠিকানা হিসাবে বালুচিস্তানের একটি ঠিকানা দেওয়া হয়েছে।

আর তা হল, Ismail Industries Limited C-230, HITE Hub, Balochistan, Pakistan'। এছাড়াও উর্দুতে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, লজেঞ্জের প্যাকেটে একটি লাল রঙের চিহ্ন রয়েছে। যা দেখে স্পষ্ট এই লজেন্স একেবারে আমিষ।

জানা যাচ্ছে, আধিকারিক এলাকার সমস্ত দোকান থেকে পাকিস্তানের তৈরি লজেন্স গুলি বাজেয়াপ্ত করেছে। আর তা পরীক্ষার জন্যে ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত লজেন্সগুলির গুনগত মান পরীক্ষা করতেই সেগুলিকে ল্যাবে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

এই বিষয়ে গভীর গিয়ে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। কীভাবে পাকিস্তানে তৈরি এই লজেন্স ভারতে আসছে সেটিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে স্থানীয় এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ২০ টাকা করে এই লজেন্সগুলি বিক্রি করা হচ্ছে। আপাতত সেটিকে পরীক্ষা করা হচ্ছে।

তবে প্যাকেটে গায়ে লেখা থাকা বিফ জিলোটিনের মানে সেটি নয় গরুর মাংস কিংবা চর্বি দিয়ে তৈরি হয়েছে। যা একটা সময়ের পর স্বাস্থ্যের জন্যে ক্ষতিকারক বলে জানিয়েছেন ওই আধিকারিক। ফলে বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলেও দাবি তাঁর।

English summary
Beef toffee sold in Udaipur, rajasthan, which are made in Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X