For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড–১৯ চিকিৎসায় বিডিআর ফার্মা ৪০০ এমজির ফ্যাভিপিরাভির বাজারে আনতে চলেছে

Google Oneindia Bengali News

দেশে করোনা রোগীদের চিকিৎসার জন্য ওষুধ সংস্থা বিডিআর ফার্মা শুক্রবার জানিয়েছে যে তারা ৪০০ এমজি ফ্যাভিপিরাভির ট্যাবলেট ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে। এই '‌বিডিফ্যাভি’‌ ৪০০ এমজির ১০টি ট্যাবলেটের পাতার দাম ৯৯০ টাকা। প্রত্যেক ট্যাবলেটের দাম ৯৯ টাকা বলে বিডিআর ফার্মা এক বিবৃতিতে জানিয়েছে।

বিডিআর ফার্মা ৪০০ এমজির ফ্যাভিপিরাভির বাজারে আনছে


অগাস্টেই এই সংস্থা ২০০ এমজি ফ্যাভিপিরাভির ট্যাবলেট বাজারে এনেছিল। বিডিআর ফার্মার সিএমডি ধর্মেশ শাহ বলেন, 'বরটতমান সঙ্কট নিরাময়ে সহায়তার জন্য ভারতীয় বাজারে ওষুধের উচ্চ চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণে বিডিফ্যাভি সরবরাহ করারই আমাদের লক্ষ্য। উচ্চ ডোজ চালু করে রোগীদের ও স্বাস্থ্য সেবাকারীদের জন্য স্বাচ্ছন্দের অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা।’‌

বিডিআর ফার্মা ভারতের ড্রাগ নিয়ামকের থেকে অনুমোদন পেয়ে গিয়েছে ফ্যাভিপিরাভির প্রস্তুতের জন্য। এই বিডিফ্যাভি ব্র‌্যান্ডের অন্তর্গত ফ্যাভিপিরাভির মাঝারি ও হাল্কা উপসর্গ রয়েছে এমন করোনা রোগীদের চিকিৎসায় সহায়তা করবে।

English summary
BDR Pharma will launch 400 mg Favipiravir tablets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X