For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানুয়ারিতে পাঁচদিন, ১৬ মার্চ থেকে টানা ব্যাঙ্ক ধর্মঘট

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩১ ডিসেম্বর: নতুন বছরের প্রথম মাসে পাঁচ-পাঁচদিন ব্যাঙ্ক ধর্মঘট হবে। ৭ জানুয়ারি হবে একদিনের ধর্মঘট। তাতেও যদি ব্যাঙ্ককর্মীদের দাবি-দাওয়া পূরণ না হয়, তা হলে ২১ থেকে ২৪ জানুয়ারি চারদিন টানা ধর্মঘট হবে।

আরও পড়ুন: ১৬ মার্চ থেকে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘট

জানুয়ারি এবং তার পর মার্চ মাসে যে ধর্মঘট হচ্ছে, এ খবর অনেক আগেই দিয়েছিল ওয়ানইন্ডিয়া বাংলা। ব্যাঙ্ক কর্মচারী ও অফিসারদের ন'টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস জানিয়েছে, ধর্মঘটের পথ থেকে সরার কোনও প্রশ্নই নেই। জানুয়ারি মাসে তাই ধর্মঘট হচ্ছেই।

কক

ধর্মঘটীদের বক্তব্য, বেতন পুনর্বিন্যাস করতে হবে। ব্যাঙ্ক কর্মচারীরা ২৩ শতাংশ হারে বেতন বাড়ানোর দাবি জানাচ্ছেন। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সংগঠন আইবিএ (ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন) বলেছে, ১১ শতাংশের বেশি কোনওভাবেই বেতন বাড়ানো হবে না। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে এ নিয়ে পরপর ১৬টি বৈঠক হয়েছে। কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। তাই গত ১২ নভেম্বর সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘট পালিত হয়। ডিসেম্বরের ২-৫ তারিখ অঞ্চল ধরে (জোন) ধর্মঘট হয়।

ঠিক হয়েছে, ৭ জানুয়ারি হবে একদিনের প্রতীকী ধর্মঘট। ২১ থেকে ২৪ জানুয়ারি সারা দেশে টানা ধর্মঘট হবে। তাতেও যদি সরকারের টনক না নড়ে, তা হলে ১৬ মার্চ থেকে লাগাতার ধর্মঘট হবে দেশ জুড়ে। সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের কর্মীরাও এতে অংশ নেবেন। শামিল হওয়ার কথা রয়েছে বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কগুলিরও।

English summary
Bank strike in January again, people will suffer a lot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X