For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের জলমগ্ন বেঙ্গালুরু! ভারী বৃষ্টিতে ট্রাফিক জ্যাম, ব্যাপক ক্ষতি

ভারী বৃষ্টিপাতের জেরে ফের জলমগ্ন বেঙ্গালুরু। বুধবার রাতে ব্যাপক বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয় সেখানে। যার জেরে রাস্তায় জল জমে যায়। বিভিন্ন রাস্তা ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে। পরিকাঠামোরও বেশ ক্ষতি হয়। বিদ্যুৎ বিভ্

  • |
Google Oneindia Bengali News

ভারী বৃষ্টিপাতের জেরে ফের জলমগ্ন বেঙ্গালুরু। বুধবার রাতে ব্যাপক বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয় সেখানে। যার জেরে রাস্তায় জল জমে যায়। বিভিন্ন রাস্তা ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে। পরিকাঠামোরও বেশ ক্ষতি হয়। বিদ্যুৎ বিভ্রাটর জেরে বিপাকে পড়েন একটা বড় অংশের শহরবাসী।

শহর জুড়েই বৃষ্টি

শহর জুড়েই বৃষ্টি

বজ্রপাত-সহ যে ঝড় হয়েছে, তা শহরের মধ্য-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব অঞ্চলে সব থেকে বেশি ছিল। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাত সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বেঙ্গালুরু শহরে ৫৪.৫ মিমি, হ্যাল বিমানবন্দরে ৭১.২ মিমি বৃষ্টিপাত হয়েছে।

বেঙ্গালুরুতে স্বাভাবিকের থেকে দ্বিগুণ বৃষ্টি

বেঙ্গালুরুতে স্বাভাবিকের থেকে দ্বিগুণ বৃষ্টি

বেঙ্গালুরুতে এই মরসুমে স্বাভাবিকের থেকে দ্বিগুণ বৃষ্টে হয়েছে। শহরের মানমন্দিরে এইমাসে বুধবার রাত ১১.৩০ পর্যন্ত ৩০৫.৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ১৩২ মিমি গড়ের দ্বিগুণেরও বেশি। হ্যাল বিমানবন্দরে ২৮৪.২ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা ৯২ মিমি গড় থেকে তিনগুণেরও বেশি।
বেঙ্গালুরুতে এবারের বৃষ্টি আগেকার সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। বর্ষা শুরুর পর থেকে ১৭০৬ মিমি বৃষ্টি সেখানে রেকর্ড করা হয়েছে। ২০১৭ সালে শহরে ১৬৯৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

পরিকাঠামোর ব্যাপক ক্ষতি

পরিকাঠামোর ব্যাপক ক্ষতি

ঝড়ের সঙ্গে মুষলধারায় বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। বিবিএমপি কন্ট্রোল রুম শেশাদ্রিপুরম, ফ্রিডম পার্ক এবং বনাসওয়াড়ির কাছে রেলওয়ে আন্ডারপাসে জল জমে যায়। বনাসওয়াড়িতে আয়াপ্পা মন্দিরের কাছে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। আউটার রিং রোডে জল জমার খবর পাওয়া গিয়েছে। মহাদেবপুরা, মারাঠাহল্লি, কোরামঙ্গলা, ইন্দিরানগর এবং কেএইচ রোডের বিভিন্ন এলাকায় জল জমে যায়।
শিবানন্দ সার্কেল, উইলসন গার্ড, শান্তিনগর, রাজাদিনগর, মল্লেশ্বরম, সাউথ এন্ড সার্কেল, জয়নগর এবং আশপাশের এলাকাও প্লাবিত হয়। নিচু এলাকা, রাস্তা, বেসমেন্ট পার্কিং লটদুলিও প্লাবিত হয়। বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিও শেয়ার করেন।
বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে যেসব যাত্রীরা ছাতা নিয়ে বেরিয়েছিলেন, তাঁরা বাস ও মেট্রোস্টেশনে আটকে পড়েন। রেলওয়ে আন্ডারপাসে আটকে পড়েন বহু মানুষ।
শেশাদ্রিপুরমের কাছে নম্মা মেট্রোর দেওয়ালের কিছু অংশ প্রবল বৃষ্টির কারণে ভেঙে পড়ে। বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে কোনও হতাহতের খবর নেই।

আবহাওয়া দফতরের হলুদ সতর্কতা

আবহাওয়া দফতরের হলুদ সতর্কতা

এদিনও বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিনদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

মিথ্যাকেই বিশ্বাস করতে শুরু করেছেন! সিঙ্গুর নিয়ে মমতাকে টাটার কথা স্মরণ করালো সিপিআইএমমিথ্যাকেই বিশ্বাস করতে শুরু করেছেন! সিঙ্গুর নিয়ে মমতাকে টাটার কথা স্মরণ করালো সিপিআইএম

English summary
Bangaluru flooded again, Heavy rains cause traffic jams, extensive damage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X