For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু পাচার! অস্বস্তি বাড়িয়ে এই রাজ্যে গ্রেফতার হিন্দু সংগঠনের কর্মী

গরু পাচারের দায়ে গ্রেফতার বজরং দলের এক সদস্য। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। কর্ণাটকের দক্ষিণ কানাডা জেলার ভিট্টালাপাডনুরের কাদাম্বুতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

Google Oneindia Bengali News

গরু পাচারের দায়ে গ্রেফতার বজরং দলের এক সদস্য। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। কর্ণাটকের দক্ষিণ কানাডা জেলার ভিট্টালাপাডনুরের কাদাম্বুতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

 গরু পাচার! অস্বস্তি বাড়িয়ে এই রাজ্যে গ্রেফতার হিন্দু সংগঠনের কর্মী

ঘটনাচক্রে এলাকাতেই বৃহস্পতিবার সকালে গোরক্ষার দাবিতে আন্দোলন করে বজরং দল এবং বিশ্বহিন্দু পরিষদ। অবৈধ গরু হত্যা এবং গরু চুরির বিরুদ্ধে ফতোয়া দিতে মুসলিম নেতারদের অনুরোধ করা হয়। অবৈধ গরু পাচার রুখতে পুলিশের আলাদা সেল গঠনের দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, রাত এগারোটা নাগাদ ভিট্টালা থানার পুলিশকর্মীরা একটি পিকআপ ট্রাককে দাঁড় করান। তাতে দেখা যায়, চারটি গরু এবং একটি বাছুর রয়েছে। গাড়িতেই ছিলেন বজরং দল সদস্য শশীকুমার(৪৮) এবং তাঁর সহযোগী আব্দুল হ্যারিস(২১)।

পুলিশের তরফে জানানো হয়েছে, শশীকুমার বজরং দলের সদস্য। সে দক্ষিণ কানাডা জেলার ভিট্টালাপাডনুরের বাসিন্দা বলেও জানানো হয়েছে। বজরং দল সদস্যের সঙ্গে ধৃত আব্দুল হ্যারিসকে এর আগেও অবৈধ গরু পাচারের দায়ে গ্রেফতার করা হয়েছিল।

গবাদি পশুগুলিকে ট্রাকে পাচার করা হচ্ছিল। ট্রাকটি এমনভাবে তৈরি যে বাইরে থেকে তাকে বোঝার উপায় ছিল না ভিতরে গবাদি পশু রয়েছে।

ধৃত দু-জনের বিরুদ্ধে সে রাজ্যের অ্যানিম্যাল অ্যাক্ট, প্রিভেনশন অফ কাউ স্লটার অ্যাক্ট ছাড়াও ভারতীয় দণ্ডবিধির চুরির ধারাও যুক্ত করা হয়েছে।

English summary
Bajsrang Dal man held for illegal cow transport in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X