For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভালবেসে মহারাজ দান করেছিলেন গরু, ফিরিয়ে দিলেন এই সপা নেতার পরিবার

আলওয়ার গণহত্যার কাণ্ডে এতটাই আতঙ্কিত সংখ্যালঘু সম্প্রদায় যে দানের গরুও ফিরিয়ে দিলেন সমাজবাদী পার্টির নেতা আজম খানের পরিবার।

Google Oneindia Bengali News

ভালবেসে এক সাধু তাঁদের দিয়েছিলেন একটি গরু। কিন্তু সেই দান ফিরিয়ে দিলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা আজম খানের স্ত্রী তনজিম ফতিমা। ভয়, যদি গরুটিকে কেউ মেরে তাঁদের উপর দোষ চাপায়, তারপর শুরু হয় গণপ্রহার? রাজস্থানের আলওয়ারের সাম্প্রতিক গণপ্রহারের ঘটনা তাঁদের এতটাই ভয় পাইয়ে দিয়েছে বলে জানিয়েছেন তানজিম।

দানের গরুও ফিরিয়ে দিলেন এই সপা নেতার পরিবার

তানজিম রাজ্যসভার সাংসদ। তাঁদের গরুটি দান করেছিলেন গোবর্ধন পীঠের শঙ্করাচার্য, অধোক্ষাজানন্দ মহারাজ। তানজিম জানিয়েছেন অত্যন্ত দুঃখের সঙ্গেই সেই দান তাঁরা ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন, 'গত ৪ বছরে বিজেপি দেশে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় খুব ভয়ে আছে।'

কয়েকদিন আগেও তানজিম মানুষের কাছে আবেদন রেখেছিলেন গোরক্ষা, গঙ্গা দূষণ দূর করা, ভগবত গীতা পাঠে মন দেওয়ার জন্য। এমনকী গোবর্ধনের একটি গোশালার রক্ষণাবেক্ষণের জন্য ২৫ লক্ষ টাকা অনুদান দেবেনও বলেছিলেন। এখন ভয়ে তিনি বলছেন, জীবনে আর ওই গোশালার ছায়াও মারাবেন না। আজম খানও মুসলিম সম্প্রদায়কে সতর্ক করে বলেছেন, নিরাপত্তার জন্য যতটা পারা যায় গরু এড়িয়ে যেতে।

English summary
The family of Azam Khan, the leader of the Samajwadi Party, gave away the cow's which was a gift. She is horrified over a Muslim man lynched in Alwar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X