For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামমন্দির তৈরির রায়ের পর কেমন পরিস্থিতি রয়েছে অযোধ্যায়?

শনিবার ঘোষণা করা হয় বহু প্রতিক্ষিত অযোধ্যা বিবাদ মামলার রায়। শতাব্দী প্রাচীণ বিবাদের নিষ্পত্তির আগে আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কা করা হয়েছিল সব তরফেই। সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল পর্যাপ্ত।

Google Oneindia Bengali News

শনিবার ঘোষণা করা হয় বহু প্রতিক্ষিত অযোধ্যা বিবাদ মামলার রায়। শতাব্দী প্রাচীন বিবাদের নিষ্পত্তির আগে আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কা করা হয়েছিল সব তরফেই। সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল পর্যাপ্ত। আর তাই রায় ঘোষণার পর এখনও পর্যন্ত কোনও বড় আকারের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি দেশের কোথাও। তবে যেই শহরে এই বিবাদ, সেই শহর এখন কেমন আছে?

শান্ত রয়েছে অযোধ্যা

শান্ত রয়েছে অযোধ্যা

যেই মামলা ঘিরে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করেছিল সব পক্ষ। যেই মামলা কয়েক দশক ধরে বিভাজন তৈরি করেছিল দুই সম্প্রদায়ের মানুষের মাঝে। সেই অযোধ্যা বিবাদ মামলার রায়দানের পর এখনও পর্যন্ত শান্ত রয়েছে অযোধ্যা।

পর্যবেক্ষণে আধিকারিকরা

পর্যবেক্ষণে আধিকারিকরা

শনিবার রায় ঘোষণার আগের থেকেই ভির জমাতে শুরু করেছিল অযোধঅযআর রামলালা মন্দিরে। আগামী মঙ্গলবার অযোধ্যায় হিন্দু ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আরও লক্ষাধিক ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে। তবে সেই সব তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য নিরাপত্তার ঘেরাটোপে পুরো অযোধ্যা। তবে পরিস্থিতি স্বাভাবিক বলে আস্বস্ত করেছেন অযোধ্যার এডিজি আশুতোষ পান্ডে। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা প্রদর্শন করেন অযোধ্যা ডিভিশনের কমিশনার মনোজ মিশ্র, আইজি সঞ্জীব গুপ্তা, জেলাশাসক অনুজ ঝা ও সিনিয়র এসপি আশিষ তিওয়ারি।

বিশাল বাহিনী মোতায়েন

বিশাল বাহিনী মোতায়েন

অযোধ্যা পরিস্থিতির বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়, ৬০ কম্পানি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা আছে এলাকায়। পাশাপাশি রেল পুলিশ ও পিএসি-র ১২০০ জন কনস্টেবলও মোতায়েন রয়েছেন। এছাড়াও পুলিশের ২৫০জন সাব ইনস্পেক্টর, ২০জন ডিএসপি ও দুই জন এসপি রয়েছেন অযোধ্যায়। দুটি স্তরে ব্যারিকেড তৈরি করা হয়েছে। মাইক বসানো হয়েছে জায়গায় জায়গায়। ৩৫টি সিসিটিভি ও ১০টি দ্রোন-এর মাধ্যমে এলাকায় নজরদারিও রাখা হচ্ছে। পাশাপাশি হেলিকপ্টরে চলছে পুরো এলাকার নজরদারি।

 সোশ্যাল মিডিয়ার উপর বিশেষ নজরদারি

সোশ্যাল মিডিয়ার উপর বিশেষ নজরদারি

এদিকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর জন্য উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছিল। অযোধ্যা রায় ঘোষণার পর এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ। এই কড়া নিরাপত্তা এবং নজরদারির কারণেই এখনও কোনও অপ্রীতিকর ঘটনা প্রকাশ্যে আসেনি।

আইনি লড়াই শেষ, ১০৪৫ পৃষ্ঠার অযোধ্যা মামলার রায় এখনও রহস্যাবৃতআইনি লড়াই শেষ, ১০৪৫ পৃষ্ঠার অযোধ্যা মামলার রায় এখনও রহস্যাবৃত

অযোধ্যা রায় ঘোষণার সময় ২৪ বার ভারতের ধর্ম নিরপেক্ষতার উল্লেখ প্রধান বিতারপতিরঅযোধ্যা রায় ঘোষণার সময় ২৪ বার ভারতের ধর্ম নিরপেক্ষতার উল্লেখ প্রধান বিতারপতির

English summary
ayodhya at peace after ram mandir verict by supreme court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X