For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজার মাহাত্য গায়ে কাঁটা দেওয়ার মতো! 'ফণী' সতর্কতার প্রেক্ষিতে কয়েকটি তথ্য

দানবীয় সাইক্লোন 'ফণী'র আশঙ্কায় পশ্চিমবঙ্গ সহ ৩ রাজ্যে জারি হয়েছে সতর্কতা। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা ওড়িশায়।

Google Oneindia Bengali News

দানবীয় সাইক্লোন 'ফণী'র আশঙ্কায় পশ্চিমবঙ্গ সহ ৩ রাজ্যে জারি হয়েছে সতর্কতা। সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা ওড়িশায়। ইতিধ্যেই ওড়িশায় শুরু হয়ে বৃষ্টি। আশঙ্কা করা হচ্ছে সেরাজ্যের ১৯ টি জেলায় এই ঝড় আছড়ে পড়েই তাণ্ডব শুরু করবে। আর 'ফণী'র সতর্ক বার্তা দিতে এদিন পুরীর জগন্নাথ মন্দিরের ১৫ ফুটের ধ্বজা সরিয়ে অন্য ধ্বজা লাগানো হয়েছে। পুরীর মন্দিরের এই ধ্বজা ঘিরেই রয়েছে একাধিক রহস্যময় তথ্য।

সাইক্লোন ও পুরী জগন্নাথ মন্দির

সাইক্লোন ও পুরী জগন্নাথ মন্দির

ওড়িশা এই প্রথম নয়, এর আগেও কয়েকবার প্রাকৃতিক দুর্যোগ দেখেছে। ১৯৯৯ সালের সুপার সাইক্লোন এযাবৎকালের অন্যতম ভয়ঙ্কর দুর্যোগ ছিল। কিন্তু সেই সময়েও চারিদিকে একাধিক ধ্বংসলীলা চালালেও পুরীর জগন্নাথ মন্দিরের একটাও ইঁট খসাতে পারেনি দুর্যোগ। আর এবার পালা ফণীর।

হাওয়ার পথে পতাকা

হাওয়ার পথে পতাকা

পুরীর মন্দিরের মাথায় প্রতিদিনই ধ্বজা পরিবর্তন করা হয়। বলা হয় ধ্বজা পরিবার্তন না করলে আগামী ১৮ বঠছরের জন্য পুরী মন্দির বন্ধ হয়ে যেতে পারে। এদিকে, পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে নয় , বরং হাওয়ার দিকেই ওড়ে। এই আশ্চর্য বিষয়ের এখনও কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

পতাকা লাগানোর প্রক্রিয়া

পতাকা লাগানোর প্রক্রিয়া

প্রতিদিন মন্দিরের একজমন পুরোহিত মন্দির চূড়ায় গিয়ে এই পাতাকা লাগিয়ে আসেন। এই ৪৫ তলা উঁচুতে পতাকা লাগানোর জন্য কোনও নিরাপত্তার ঢাল প্রয়োজন হয়না পুরোহিতের। এটাই চলে আসছে বছরের পর বছর।

[আরও পড়ুন: সুপার সাইক্লোন 'ফণী'র সতর্কতা: স্কুলে ছুটি ঘোষণা মেয়র ফিরহাদের][আরও পড়ুন: সুপার সাইক্লোন 'ফণী'র সতর্কতা: স্কুলে ছুটি ঘোষণা মেয়র ফিরহাদের]

 ঈশ্বরের উপর কিছু নাই

ঈশ্বরের উপর কিছু নাই

ঈশ্বরের উপর কিছু নেই বলেই মনে করা হয়। আর সেই তত্ত্বকে সামনে রাখতেই পুরীর মন্দিরের মাথায় যেখানে ধ্বজা ওড়ে সদর্পে সেখানে কোনও পাখি ওড়ে না। শুনতে অবাক লাগলেও এটাি সত্যি।

[আরও পড়ুন:পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা সরিয়ে সাইক্লোন 'ফণী'র সতর্কবার্তা! পরিবর্তে কী রাখা হল মন্দিরচূড়ায়][আরও পড়ুন:পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা সরিয়ে সাইক্লোন 'ফণী'র সতর্কবার্তা! পরিবর্তে কী রাখা হল মন্দিরচূড়ায়]

English summary
Astonishing Facts About Puri Jagannath Temple In context of Cylone Fani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X