For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৯০ ফুটের গ্রহাণু আজই ধেয়ে আসছে পৃথিবীর দিকে! কী ঘটতে পারে

শেষ কয়েকদিনে বহুবার বহু সময়ে শোনা গিয়েছে, বহু গ্রহাণুর ধেয়ে আসার খবর। শেষ খবরে জানা গিয়েছে, ২৪ জুলাই , অর্থাৎ আজই পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে গ্রহণু বা অ্যাস্টারয়েড '২০১৯ ওডি', '২০১৫ এইচ এমও টেন ','

  • |
Google Oneindia Bengali News

শেষ কয়েকদিনে বহুবার বহু সময়ে শোনা গিয়েছে, বহু গ্রহাণুর ধেয়ে আসার খবর। শেষ খবরে জানা গিয়েছে, ২৪ জুলাই , অর্থাৎ আজই পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে গ্রহণু বা অ্যাস্টারয়েড '২০১৯ ওডি', '২০১৫ এইচ এমও টেন ','২০১৯ ওই ' । এদের উচ্চতা ৩৯০ ফুটের আশপাশে বলে খবর।

৩৯০ ফুটের গ্রহাণু আজই ধেয়ে আসছে পৃথিবীর দিকে! কী ঘটতে পারে

পৃথিবীর দিকে এই গ্রাহণুগুলি ধেয়ে আসা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জ্যোতির্বিজ্ঞানী মহলে। তবে বিজ্ঞানীরাই বলছেন এই মহাজাগতিক বিষয় নিয়ে আতঙ্কের কিছু নেই। কারণ পৃথিবীর দিকে এগুলি এগিয়ে এলেও, তার পৃথিবীর পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর বেশিরভাগ সময়েই এই গ্রহাণু মহাকাশেই পুড়ে ধ্বংস হয়ে যায়।

প্রসঙ্গত , অ্যাস্টারডেসরা সূর্যের মতো বিভিন্ন নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করে। এগুলি গ্রহের থেকে অনেক ছোট। অনেক সময়ে এঁদের গ্রহাণুও ভাবা হয়ে থাকে। তবে এদের ধেয়ে আসা পৃথিবীর মতো গ্রহ, যেখানে 'প্রাণে'র বসতি রয়েছে,সেই সমস্ত গ্রহের ক্ষেত্রে খুব একটা সুখকর নয়।

English summary
Asteroid along with 2 giant space rocks may hit Earth today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X