For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

assembly election result: EVM-এ কোনও রকম কারচুপি হয়নি, অখিলেশদের জানিয়ে দিল নির্বাচন কমিশন

assembly election result: EVM-এ কোনও রকম কারচুপি হয়নি, অখিলেশদের জানিয়ে দিল নির্বাচন কমিশন

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে একদিকে যখন গেরুয়া ঝড় বইতে শুরু করেছে তখন সমাজবাদী পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইভিএমে কারচুপি করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল কুমার সপাটে জানিয়ে গিয়েছেন কোনও রাজ্যেই ইভিএমে কারচুপির কোনও ঘটনাই ঘটেনি। কোথাও এরকম কিছু হয়নি। উত্তর প্রদেশে তো হয়নি।

ইভিএম কারচুপির অভিযোগ

ইভিএম কারচুপির অভিযোগ

উত্তর প্রদেশে গেরুয়া ঝড় বইছে। তার মাঝেই সমাজবাদী পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল উত্তর প্রদেশে ইভিএমে কারচুপি করা হয়েছে। এমনকী কংগ্রেসের তরফেও অভিযোগ উঠেছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটেই ইভিএমে কারচুপি করা হয়েছে। এই নিেয় তুমুল বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। তারপরেই তৎপর হয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুশী চন্দ্র জানিয়েছেন উত্তর প্রদেশে কোনও ইভিএম কারচুপি হয়নি।

অভিযোগ ওড়াল কমিশন

অভিযোগ ওড়াল কমিশন

মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইভিএম গুলি ব্যবহার করা হয়েছে। কোনও রকম গন্ডগোল কোথাও হয়নি। সব রাজনৈতিক দলের এজেন্টদের স্বাক্ষর নেওয়ার পরেই ইভিএমগুলি সিল করে দেওয়া হয়েছিল। তারপরেই ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে স্ট্রং রুমে রাখা ছিল ইভিএম গুলি। কোনওরকম কারচুপির প্রশ্নই ওঠে না। কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে রাখা ছিল ইভিএম। স্ট্রং রুমের ভেতরে সিসিটিভিও রাখা ছিল। ২৪ ঘণ্টা তাতে নজরদারি চলেছে।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি অখিলেশের

আদালতে যাওয়ার হুঁশিয়ারি অখিলেশের

সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব অভিযোগ করেছিলেন প্রার্থীদের না জানিয়েই ইভিএম সরানো হয়েছে। কোনও ভাবে কোথাও যদি ইভিএম সরানো হয় তাহলে আগে থেকে প্রার্থীদের জানাতে হয়। কিন্তু সেটা না করে ইভিএম সরানো হয়েছে। এক ধরনের চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন অখিলেশ যাদব। এর জন্য প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সমাজবাদী পার্টি নেতা।

উত্তর প্রদেশে জিতছে বিজেপি

উত্তর প্রদেশে জিতছে বিজেপি

এদিকে উত্তর প্রদেশে ফের বিজেপি সরকার গড়ার পথে। ভোটের ফলাফল সেদিকেই ইঙ্গিত করতে শুরু করেছে। পিছিয়ে পড়েছে সমাজবাদী পার্টি। বুথ থেরত সমীক্ষাই সত্যি হতে চলেছে উত্তর প্রদেশে। কংগ্রেস প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে উত্তর প্রদেশ থেকে। রায়বরেলিতেও জিতছে বিজেপি। এদিকে বসপা কিন্তু নিজের পাঁচ শতাংশ ভোট ধরে রেখেছে। কাজেই আবারও উত্তর প্রদেশে সরকার গড়তে চলেছে বিজেপি।

Goa assembly elections result: গোয়ায় এগোচ্ছে তৃণমূল, কত আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির?Goa assembly elections result: গোয়ায় এগোচ্ছে তৃণমূল, কত আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির?

English summary
Election Commission on EVM tampering case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X