For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় দফার ভোটের আগে মোদী-শাহের পছন্দের নেতার প্রচারে নিষেধাজ্ঞা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে আবেদন

বিজেপির প্রচারসভা থেকে বিরোধীদলের নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশন (election commission) অভিযুক্ত নেতার প্রচারের ওপরে ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা (ban) জারি করেছে। যা নিয়ে গুয়াহাটি আদালতে আবেদন করেছেন অসমের প্রভাবশ

  • |
Google Oneindia Bengali News

বিজেপির প্রচারসভা থেকে বিরোধীদলের নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ। নির্বাচন কমিশন (election commission) অভিযুক্ত নেতার প্রচারের ওপরে ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা (ban) জারি করেছে। যা নিয়ে গুয়াহাটি আদালতে আবেদন করেছেন অসমের প্রভাবশালী বিজেপি (bjp) নেতা হিমন্ত বিশ্বশর্মা (himanta biswasharma)।

সভা থেকে হিমন্ত বিশ্বশর্মার হুঁশিয়ারি

সভা থেকে হিমন্ত বিশ্বশর্মার হুঁশিয়ারি

প্রকাশ্য সভা থেকে অসমে কংগ্রেসের সহযোগী বরোল্যান্ড পিপল ফ্রন্টের নেতা হাগ্রামা মহিলারিকে হুঁশিয়ারি দেন হিমন্ত বিশ্বশর্মা। এনআইকে দিয়ে তাঁকে জেলে পাঠানোর কথা বলেছিলেন তিনি। যা নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ জানায় কংগ্রেস। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শুক্রবার সকালেই তার জবাব হেন হিমন্ত বিশ্বশর্মা। কিন্তু জবাবে সন্তুষ্ট হতে পারেনি কমিশন।

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা

শুক্রবারেই নির্বাচন কমিশন হিমন্ত বিশ্বশর্মার প্রচারের ওপরে ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করে। সেই সিদ্ধান্ত রাত থেকেই কার্যকর হয়েছে। সভা, রোডশো, সাক্ষাৎকার কোনও কিছুই তিনি করতে পারবেন না। কিন্তু তৃতীয় তথা অসমের শেষ দফার নির্বাচনের আগে এই নিষেধাজ্ঞায় শাসক বিজেপি পড়েছে বিপাকে। এই নিষেধাজ্ঞার জেরে ছয়ই এপ্রিলের ভোটের আগে হিমন্ত বিশ্বশর্মা আর প্রচারই করতে পারবেন না। তিনিই রাজ্যে বিজেপির নির্বাচনী কৌশলী। এছাড়াও তিনিই রাজ্যের স্টার প্রচারক।

২৮ মার্চ বিতর্কিত মন্তব্য

২৮ মার্চ বিতর্কিত মন্তব্য

২৮ মার্চ বিতর্কিত মন্তব্যটি করেছিলেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছিলেন হাগ্রামা মহিলারি যদি চরমপন্থ অবলম্বন করেন, তাহলে তাঁকে জেলে যেতে হবে। তিনি বলেছিলেন সপক্ষে অনেক প্রমাণ রয়েছে। আর মামলা এনআইকে দেওয়া হচ্ছে। কোকড়াঝাড়ে গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের মামলাও এনআইএকে দেওয়া হচ্ছে। বরোল্যান্ড টেরিটোরিয়াল রিজিঅনে কাউকেই অস্থির পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। দুদিন পরেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে কংগ্রেস।

গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ

গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ

এদিকে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে শনিবার গুয়াহাটি হাইকোর্টে আবেদন জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন যে কোনও সময় এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

ভোট ভাগে বিজেপির দোসর ফুরফুরা শরিফের চ্যাংড়া, আব্বাস সিদ্দিকিকে নিশানা মমতারভোট ভাগে বিজেপির দোসর ফুরফুরা শরিফের চ্যাংড়া, আব্বাস সিদ্দিকিকে নিশানা মমতার

English summary
Assam BJP leader Himanta Biswa Sharma goes to Guwahati high court against EC order
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X