For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে, টুইটারকে চিঠি দিল মোদী সরকার

কাশ্মীর নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে কিছু টুইটার অ্যাকাউন্ট। সেগুলি কাশ্মীর থেকেই পরিচালনা করা হচ্ছে। সেই টুইটার অ্যাকাউন্টগুলি অবিলম্বে বন্ধ করার জন্য টুইটার কর্তৃপক্ষকে চিঠি লিখল কেন্দ্র‌।

Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে কিছু টুইটার অ্যাকাউন্ট। সেগুলি কাশ্মীর থেকেই পরিচালনা করা হচ্ছে। সেই টুইটার অ্যাকাউন্টগুলি অবিলম্বে বন্ধ করার জন্য টুইটার কর্তৃপক্ষকে চিঠি লিখল কেন্দ্র‌ের নরেন্দ্র মোদী সরকার।

কাশ্মীর নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে , টুইটারকে চিঠি দিল কেন্দ্র

এই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ রয়েছে বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানির বিরুদ্ধেও। এরকম প্রায় ৮টি টুইটার অ্যাকাউন্টের তালিক টুইটার কর্তৃপক্ষকে দিয়েছে কেন্দ্র‌। যারা সোশ্যাল মিডিয়ায় কাশ্মীর নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে চলেছে।

গত ৫ অগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের ঘোষণার পরেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে টেলিফোন পরিষেবাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করেছেন উপত্যকার পরিস্থিতি এখনও শান্তিপূর্ণ রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায এই নিয়ে একাধিক ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে। ১০,০০০ কাশ্মীরি শ্রীনগরে বিক্ষোভ দেখিয়েছে বলে খবর শোনা যাচ্ছে।

পুলিস-প্রশাসনের পক্ষ থেকে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে একটিও গুলি চলেনি কাশ্মীরে। পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ রয়েছে। কিন্তু উষ্কানি যে থামবে না সেটা আগাম আঁচ করতে পেরেই টুইটার কর্তৃপক্ষকে আগাম চিঠি লিখে সন্দেহভাজন টুইটার অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার অনুরোধ জানিয়েছে মোদী সরকার‌।

English summary
Asking the microblogging site to suspend Kashmir-based accounts for spreading rumours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X